TV3 BANGLA
আন্তর্জাতিক

সাউদিয়ার আন্তর্জাতিক ফ্লাইটে সর্বোচ্চ ৫০% ছাড়, ট্রানজিট যাত্রীদের জন্য উমরাহর সুযোগ

সৌদি আরবের জাতীয় বিমান সংস্থা সাউদিয়া আন্তর্জাতিক রুটে বিশেষ অফার ঘোষণা করেছে। এ অফারে রাউন্ড-ট্রিপ ও ট্রানজিটসহ সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত ছাড় থাকছে, যা বিজনেস ও গেস্ট—দুই শ্রেণির ভাড়ার ক্ষেত্রেই প্রযোজ্য।

সাউদিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, বুকিং করা যাবে ১৭ আগস্ট থেকে ৩১ আগস্টের মধ্যে এবং ভ্রমণ করতে হবে ১ সেপ্টেম্বর থেকে ১০ ডিসেম্বরের মধ্যে। টিকিট কাটা যাবে সাউদিয়ার সরকারি ওয়েবসাইট, মোবাইল অ্যাপ ও বিক্রয় অফিস থেকে।

এছাড়া, ট্রানজিট যাত্রীরা সৌদি আরবের ডিজিটাল স্টপওভার ভিসার সুবিধাও পাবেন। টিকিট বুক করার সঙ্গে স্বয়ংক্রিয়ভাবে যুক্ত হওয়া এই ভিসার মাধ্যমে ভ্রমণকারীরা সর্বোচ্চ ৯৬ ঘণ্টা সৌদি আরবে অবস্থান করতে পারবেন। এতে করে যাত্রীরা উমরাহ আদায় করার পাশাপাশি সৌদি আরব ঘুরে দেখার সুযোগও পাবেন।

বর্তমানে সাউদিয়া চারটি মহাদেশে ১০০-রও বেশি গন্তব্যে ফ্লাইট পরিচালনা করছে। তাদের বহরে রয়েছে ১৪৯টি আধুনিক বিমান, যা বিশ্বব্যাপী নেটওয়ার্ক সম্প্রসারণের অংশ হিসেবে নিয়মিত বাড়ছে।

সূত্রঃ খালিজ টাইমস

এম.কে
২১ আগস্ট ২০২৫

আরো পড়ুন

যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষিদ্ধ ১২ দেশের নাগরিকরা, নেপথ্যে কী

হোয়াইট হাউস প্রকাশ করল ট্রাম্পের গাজা শান্তি পরিকল্পনাঃ আন্তর্জাতিক তত্ত্বাবধানে অস্থায়ী প্রশাসন

নিউজ ডেস্ক

রাশিয়াকে সহায়তা: প্রয়োজনে চীনের উপরও নিষেধাজ্ঞা দেবে যুক্তরাষ্ট্র