TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

সাধারণ নির্বাচনে লেবার পার্টি জেরেমি কর্বিনের জায়গায় নতুন প্রার্থীর সন্ধানে

জেরেমি কর্বিনের জায়গায় লেবার পার্টি হতে কাকে নমিনেশন দেয়া হবে তা নিয়ে দীর্ঘদিন হতেই কাজ করে যাচ্ছে লেবার পার্টি। ইতোমধ্যে নর্থ লন্ডনে জেরেমি কর্বিনের আসন হতে দুইজন প্রার্থীর নাম শর্ট লিস্টে আনা হয়েছে বলে ব্রিটিশ সংবাদমাধ্যমের খবরে জানা যায়।

প্রাক্তন লেবার দলীয় নেতা ২০২০ সাল থেকে আইলিংটন নর্থ হতে একজন স্বতন্ত্র সংসদ সদস্য হিসাবে ছিলেন। বর্তমানে লেবার পার্টি তার আসনের প্রার্থী হিসাবে লন্ডন অ্যাসেমব্লির সদস্য সেম মোমা এবং আইলিংটনের কাউন্সিলর প্রফুল নারগুন্ডকে শর্টলিস্ট করা হয়েছে।

যদিও মিঃ কর্বিন এখনো নিশ্চিত করেননি যে তিনি এইবার স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করবেন কিনা।
লেবার পার্টির এক মুখপাত্র জানিয়েছেন, নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করে চুড়ান্ত প্রার্থীর নাম তারা ১ জুন ঘোষণা করতে পারে। বিবিসির প্রাক্তন সাংবাদিক পল ম্যাসন প্রার্থীতার দৌঁড়ে থাকলেও শেষ পর্যন্ত চূড়ান্ত শর্টলিস্টে নাম লেখাতে ব্যর্থ হন।

উল্লেখ্য মিঃ কর্বিন ১৯৮৩ সাল থেকে আইলিংটন নর্থের সংসদ সদস্য ছিলেন। তিনি গত বছরে লেবার পার্টি হতে সাসপেন্ড হন দলের উপর অভিযোগ উত্থাপনের জন্য। মিঃ কর্বিন দলের উপর তোলা অভিযোগ প্রত্যাহার করেন নাই বলে সংবাদমাধ্যমের খবরে জানা যায়।

সূত্রঃ বিবিসি

এম.কে
২৪ মে ২০২৪

আরো পড়ুন

যুক্তরাজ্যে নগদ বেনিফিট বন্ধ হয়ে আসতে যাচ্ছে ভাউচার ব্যবস্থা

প্রত্যাশিত আচরণবিধিকে আবারো ‘উপহাস’ করলেন বরিস জনসন!

অনলাইন ডেস্ক

যুক্তরাজ্যে অবৈধ অভিবাসীর কিশোরীকে বিয়ের প্রস্তাবঃ এসেক্স আদালতে শুনানি