6.4 C
London
December 23, 2024
TV3 BANGLA
বাংলাদেশ

সাবেক মন্ত্রী উবায়দুল মোকতাদির চৌধুরী গ্রেপ্তার

সাবেক গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রাজধানীর মিরপুরের শেওড়াপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি) রেজাউল করিম মল্লিক এ তথ্য নিশ্চিত করেছেন।

কী মামলায় উবায়দুল মোকতাদির চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে, তা সুনির্দিষ্টভাবে জানায়নি পুলিশ। তবে ডিবি কর্মকর্তা রেজাউল করিম মল্লিক বলেছেন, সাবেক এই মন্ত্রীর বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে।

উবায়দুল মোকতাদির চৌধুরী ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি। ৫ আগস্টের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। তার বিরুদ্ধে ৬টি হত্যা মামলাসহ অন্তত ৯টি মামলা হয়েছে।

ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়ার পর তার মন্ত্রিসভার সদস্য ও আওয়ামী লীগের অনেক নেতা আত্মগোপনে গেছেন। অনেক নেতা দেশ ছেড়েছেন বলে খবর এসেছে। আত্মগোপনে থাকা সাবেক মন্ত্রী, সংসদ সদস্য ও নেতাদের একের পর এক গ্রেপ্তার করছে পুলিশ। ইতোমধ্যে সাবেক মন্ত্রী, নেতা ও উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাদের মিলিয়ে অর্ধশতাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

এম.কে
০১ নভেম্বর ২০২৪

আরো পড়ুন

১, ২ ও ৫ টাকার কয়েন নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের নতুন নির্দেশনা

নিউজ ডেস্ক

সাবেক কাউন্সিলর আফতাবের বাসা থেকে বিপুল অস্ত্র উদ্ধার

হতাশ শেখ হাসিনা, নির্বাচনে অংশগ্রহণ করবেন কি না জানালেন জয়