10.5 C
London
November 16, 2025
TV3 BANGLA
বাংলাদেশ

সাবেক সচিব আবু আলম শহীদ খান গ্রেপ্তার

সাবেক সচিব আবু আলম শহীদ খানকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৮ সেপ্টেম্বর) রাজধানীর ইস্কাটন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।

ডিবি যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম এই তথ্য নিশ্চিত করে জানান, ইস্কাটনের একটি ভবন থেকে সাবেক সচিবকে গ্রেপ্তার করা হয়েছে।

কোন মামলায় সাবেক সচিব আবু আলম শহীদ খানকে গ্রেপ্তার করা হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এদিকে ডিবির এক বার্তায় সাবেক সচিব আবু আলম শহীদ খানকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এতে জানানো হয়, রাজধানীতে মঞ্চ-৭১ এর সঙ্গে ষড়যন্ত্রের সংশ্লিষ্টতার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া রাজধানাীতে ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।

এম.কে
০৮ সেপ্টেম্বর ২০২৫

আরো পড়ুন

কারাগার থেকে বিশ্বমঞ্চে সুনামগঞ্জের হামিদা বানু

হাসিনার পতনে যেসব চ্যালেঞ্জের মুখে ভারত

সিলেটের সব পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা