TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

সামরিক খেতাব এবং রাজকীয় পৃষ্ঠপোষকতা হারালেন প্রিন্স অ্যান্ড্রু

ডিউক অব ইয়র্ক প্রিন্স অ্যান্ড্রুর সামরিক খেতাব এবং রাজকীয় পৃষ্ঠপোষকতা রানিকে ফিরিয়ে দেওয়া হয়েছে। বাকিংহাম প্যালেসের ঘোষণার বরাত দিয়ে এই খবর জানায় বিবিসি। প্যালেসের বরাত দিয়ে বলা হয়, রাজকীয় ক্ষমতা ব্যবহার বন্ধ করবেন প্রিন্স অ্যান্ড্রু।

 

রানির দ্বিতীয় ছেলে প্রিন্স অ্যান্ড্রু একজন নারীকে যৌন নির্যাতনের অভিযোগে মার্কিন যুক্তরাষ্ট্রে মামলার মুখোমুখি হতে যাচ্ছেন। ২০০১ সালে যখন তিনি যৌন নির্যাতন করেছিলেন বলে অভিযোগ, সে সময় ওই নারীর বয়স ছিল ১৭ বছর।

 

ভার্জিনিয়া জিউফ্রে নামের ওই নারী প্রিন্স অ্যান্ড্রুর বিরুদ্ধে করা মামলায় দাবি করেছেন যে, তিনি ২০০১ সালে তাকে অপব্যবহার করেছিলেন। তবে অ্যান্ড্রুর আইনজীবীরা বলেছেন যে, অভিযোগটি খারিজ করা উচিত। কিন্তু নিউইয়র্কের একজন বিচারক রায় দিয়েছেন, এই মামলা চলতে পারে।

 

 

১৩ জানুয়ারি ২০২২
এনএইচ

আরো পড়ুন

ইউকে ডট গভের জরিপে স্পষ্ট ব্যবধানে এগিয়ে আছেন বর্তমান মেয়র সাদিক খান

সৌদি রাজপুত্রের যুক্তরাজ্য সফর নিয়ে নানা জল্পনাকল্পনা

বোরকা নিষিদ্ধ ও মাদ্রাসা বন্ধ করতে যাচ্ছে শ্রীলংকা