13.2 C
London
May 19, 2025
TV3 BANGLA
বাংলাদেশ

সামাজিক যোগাযোগমাধ্যমে গভর্নরের নামে ভুয়া আইডি, সতর্ক করলো কেন্দ্রীয় ব্যাংক

বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুরের নামে ভুয়া আইডি খোলা হয়েছে। তাই এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

রোববার (২২ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

এতে বলা হয়, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুরের নামে ফেক বা ভুয়া আইডি খোলা হয়েছে।

এ বিষয়ে বিভ্রান্ত না হয়ে সবাইকে সতর্ক থাকার অনুরোধ করা হলো।

এর আগে, গত ১৩ আগস্ট অর্থনীতিবিদ ও পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) নির্বাহী পরিচালক ড. আহসান এইচ মনসুরকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে নিয়োগ দেয় সরকার।

উল্লেখ্য, শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদারের পদত্যাগের দাবিতে ছাত্র-জনতা ও বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা বিক্ষোভ করেন। এর জেরে গত ৯ আগস্ট পদত্যাগ করেন আব্দুর রউফ তালুকদার।

এম.কে
২৩ সেপ্টেম্বর ২০২৪

আরো পড়ুন

কানাডার নাগরিক হয়েও বাংলাদেশে যতসব অপকর্মের সঙ্গে জড়িত পুতুল

৯ মাসে সোজা আঙ্গুলে কাজ হয়নি, এখন সময় আঙ্গুল বাঁকা করারঃ সারজিস আলম

বাংলা ব্লকেডঃ হেঁটে-অটোরিকশায় সংসদে গেলেন ইইউ রাষ্ট্রদূত