3.1 C
London
January 22, 2025
TV3 BANGLA
বাংলাদেশ

সালাউদ্দিনের আশঙ্কা, কারও কথায় লাফালাফি করলে দেশ ‘নিষিদ্ধ’ হবে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফসল হিসেবে যাত্রা শুরু করা অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পরই দেশে শুরু হয়েছে নানা পরিবর্তন। বিসিবিতে যেমন বিক্ষোভ, মিছিল হচ্ছে নাজমুল হাসান পাপনের পদত্যাগের দাবিতে; একই দাবি নিয়ে বাফুফেতেও হাজির হচ্ছেন বিক্ষোভকারীরা। বাফুফেতে টানা ১৬ বছরের সভাপতি কাজী সালাউদ্দিনের বিরুদ্ধে পদত্যাগের দাবি উঠলেও তিনি এতে কর্ণপাত করছেন না। তিনি বরং আরেকবার নির্বাচন করতে চান।

পদত্যাগের দাবি উড়িয়ে বললেন, ‘আমার অবস্থান পরিষ্কার করেছি, আমি এখন পদত্যাগ করব না। নির্বাচন করব। ২৬ অক্টোবর নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। নির্বাচনে যে জিতবে, সে আসবে। আমি যদি এদের কথায় লাফালাফি করি, তাহলে দেশ (বাফুফে) তো নিষিদ্ধ হয়ে যাবে (ফিফা, এএফসি নিষিদ্ধ করতে পারে) ! এখানে হস্তক্ষেপের সুযোগ নেই। ২৬ তারিখ নির্বাচন। এত লাফালাফির তো কিছু নেই। ২৬ তারিখে নির্বাচন করুন। যিনি জিতবেন, তিনি আসবেন’

সালাউদ্দিনের বিরুদ্ধে অভিযোগের শেষ নেই! দেশের ফুটবলের মানের অবনতির পেছনে বাফুফে সভাপতিকেই সবাই কাঠগড়ায় তোলেন। তবু তিনি কেন আরেকবার নির্বাচন করতে আগ্রহী, সে ব্যাখ্যায় সালাউদ্দিন বলছেন, ‘এবার আগ্রহী এই কারণে, আপনি আমাকে জোর করে নির্বাচন করতে দেবেন না, নির্বাচন করলে বলছেন, মারবেন! আমি বুঝলাম না! আপনিও নির্বাচন করুন, নির্বাচন করে জিতুন। এই পরিস্থিতিতে আমি সিদ্ধান্ত বদলাব না।’

পরিবর্তিত পরিস্থিতিতে বাফুফের কার্যক্রমে কোনো ব্যাঘাত ঘটছে না বলেই জানালেন সালাউদ্দিন। বাফুফে সভাপতি বললেন, ‘সব স্বাভাবিক চলছে। দল যাচ্ছে দেশের বাইরে। আমরা সময় নিয়ে নতুন উপদেষ্টার সঙ্গে দেখা করব।’

এম.কে
১৪ আগস্ট ২০২৪

আরো পড়ুন

‘আয়নাঘরের’ প্রমাণ পেয়েছে তদন্ত কমিশন, ৪০০ অভিযোগ

এবার হাসিনাকে দীর্ঘমেয়াদি থাকার অনুমতি দিলো ভারত

সাগর-রুনি হত্যার বিচার না হলে জাতির কাছে দায়ী থাকবোঃ আসিফ নজরুল