TV3 BANGLA
প্রবাসে বাংলাদেশ

সিলেটের ইউসুফ আমেরিকায় বন্দুকধারীদের গুলিতে নিহত

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের বাফেলোতে বন্দুকধারীদের গুলিতে ২ বাংলাদেশি নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার ২৭ এপ্রিল তাদের মৃত্যু হয় বলে নিশ্চিত করেছে পুলিশ।

দেশটির সংবাদমাধ্যম জানিয়েছে, হান্ড্রেট জেনার স্ট্রিটে দুই ব্যক্তিকে গুলি করা হয়েছে এমন সংবাদ পেয়ে শনিবার বেলা সাড়ে ১২টার দিকে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। পরে তারা দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে। এ ঘটনার পর আইনশ্ঙ্খৃলাবাহিনী পুরো এলাকা ঘিরে রেখে অভিযান চালাচ্ছে। তাৎক্ষণিকভাবে নিহত দুই বাংলাদেশির পরিচয় জানাতে পারেনি পুলিশ। এছাড়া এ ঘটনায় অপরাধীর বিষয়ে কিছুই জানায়নি পুলিশ।

তবে সিটি অব বাফেলোর এশিয়ান অ্যাডভাইজার শাহী চৌধুরী বাফেলো শহরে দুই বাংলাদেশি নিহতের তথ্য নিশ্চিত করেছেন। নিহতরা হলেন সিলেটের ইউসুফ ও কুমিল্লার বাবু। এ ঘটনার পর বাফেলো শহরে হাজারো বাংলাদেশির মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে।

গত কয়েকমাস যুক্তরাষ্ট্রে বেশ কয়েকজন বাংলাদেশি বিভিন্নভাবে হত্যার শিকার হয়েছেন । কেউ পুলিশের হাতে, কেউবা দুর্বৃত্তদের হাতে।

সূত্রঃ দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস

এম.কে
২৮ এপ্রিল ২০২৪

আরো পড়ুন

বিমানবন্দরে করোনা টেস্ট চালু শনিবার, ঝামেলা কমবে প্রবাসীদের

অনলাইন ডেস্ক

করোনা ধ্বংসকারী ফেস মাস্ক আসছে ডিসেম্বরেই!

অনলাইন ডেস্ক

অর্থমন্ত্রী সাইফুর রহমানের স্মরণে যুক্তরাজ্যে ১০১ সদস্যের স্মৃতি পরিষদ