সিলেটে বর্বর হামলার শিকার হয়েছেন বিএনপির জুলাই বিপ্লবের অন্যতম সাহসী নেতা এমদাদুল হক মিজান। হামলাকারীরা তার মাথার চুল কেটে সামাজিকভাবে অপমান করে।
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ছাত্রলীগের সাবেক কর্মী নয়ন একটি ট্রিমার মেশিন দিয়ে মিজানের মাথার চুল কেটে দিচ্ছে।
এই হামলার নেতৃত্বে ছিল পরিচিত ছাত্রলীগ ক্যাডার আহাদ ও ইশতিয়াক ওরফে রাজু।


তৃণমূল বিএনপির কর্মীরা বলছেন, এটি শুধু একজন নেতার উপর হামলা নয়, এটি আদর্শ, আত্মত্যাগ ও আন্দোলনের বিরুদ্ধে সরাসরি অপমান।
নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মী অভিযোগ করেন, বিএনপির ভেতরে আশ্রয় নিয়েছে সুবিধাবাদী দালালরা, যারা ছাত্রলীগ-যুবলীগ ক্যাডারদের ছত্রছায়া দিচ্ছে।


দক্ষিণ সুরমা থানা বিএনপির এক নেতা সরাসরি লন্ডনফেরত আব্দুল কাদির সমসুর নাম উল্লেখ করে বলেন, তিনি তার শ্যালক ইশতিয়াক রাজুকে দিয়ে চাঁদাবাজি, মাদক ও চিনি চোরাচালানের মতো অপরাধে সহায়তা করছেন।


ঘটনার তীব্র নিন্দা জানিয়ে তৃণমূল কর্মীরা বলেন, অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে দ্রুত সাংগঠনিক ব্যবস্থা না নিলে বিএনপির অস্তিত্বই হুমকির মুখে পড়বে।
সম্প্রতি আম্বরখানার টিল্যান্ড হোটেলে চাঁদা না দেওয়ায় একই চক্রের সদস্যরা সুমন নামে এক ব্যক্তিকে ভেতরে নিয়ে কুপিয়ে আহত করে।
সিলেট বিএনপির শীর্ষ নেতারা এ ঘটনার খবর জানলেও এখনো পর্যন্ত কোনো দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হয়নি।


তৃণমূল সতর্ক করেছে, এখনই অনুপ্রবেশকারীদের প্রতিরোধ করা না গেলে আগামী নির্বাচনে সাধারণ মানুষের আস্থা হারাবে বিএনপি।
সূত্রঃ স্যোশাল মিডিয়া
এম.কে
০৪ জুলাই ২০২৫