TV3 BANGLA
বাংলাদেশ

সিলেটের নতুন জেলা প্রশাসক জনপ্রশাসনে আলোচিত ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম

সিলেটের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ শের মাহবুব মুরাদকে প্রত্যাহার করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়।

তার স্থলাভিষিক্ত হয়েছেন বহুল আলোচিত ও পরিচিত ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম। তিনি দুর্নীতি দমন, ভেজাল বিরোধী অভিযান এবং প্রশাসনিক কঠোরতার জন্য সারা দেশে আলোচিত হয়েছেন।

জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সারওয়ার আলমকে সিলেটের জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। শিগগিরই তিনি নতুন দায়িত্ব গ্রহণ করবেন।

প্রসঙ্গত, মোহাম্মদ শের মাহবুব মুরাদ দায়িত্ব পালনকালে বিভিন্ন দপ্তরে প্রশাসনিক কার্যক্রমে সক্রিয় ছিলেন। তবে হঠাৎ তার প্রত্যাহার প্রশাসনিক মহলে নানা আলোচনা সৃষ্টি করেছে।

অন্যদিকে, সারওয়ার আলমকে সিলেটে পাঠানোকে অনেকে একটি কৌশলগত পদক্ষেপ হিসেবে দেখছেন। দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে তার কঠোর অবস্থানের কারণে নতুন দায়িত্বে তিনি সিলেট প্রশাসনে ভিন্ন মাত্রা যোগ করবেন বলে আশা করা হচ্ছে।

সূত্রঃ স্যোশাল মিডিয়া

এম.কে
১৮ আগস্ট ২০২৫

আরো পড়ুন

টিভিথ্রি বাংলার প্রতিষ্ঠাতা সদস্য মঈনুল হোসেন মুকুলের মা ইয়াকুতুন নেসার ইন্তেকাল

নিউজ ডেস্ক

রিফাইন্ড আওয়ামী লীগের প্রস্তুতি, নেতৃত্বে থাকবেন না শেখ হাসিনা

সহিংসতা সকলেরই শত্রু, শান্ত থাকুন, দেশ পুনর্গঠনে এগিয়ে আসুনঃ ড. ইউনূস