6.5 C
London
December 19, 2024
TV3 BANGLA
বাংলাদেশসারাদেশ

সিলেটে ট্রেন লাইনচ্যুত হয়ে সারাদেশের সঙ্গে রেল যোগাযোগ ব্যহত

মালবাহী ট্রেন লাইনচ্যুতির ঘটনায় সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

বাংলানিউজের খবরে বলা হয়, বুধবার (১১ নভেম্বর) বিকেলের দিকে সিলেটের মাইজগাঁও ও ভাটেরার মধ্যবর্তী মোমিনছড়া চা বাগান সংলগ্ন স্থানে সার পরিবাহী ট্রেন শান্তাহার ফার্টিলাইজার স্পেশাল লাইনচ্যুত হয়।

সিলেট রেলওয়ে স্টেশন ম্যানেজার খলিলুর রহমান বলেন, বিকেলে ফেঞ্চুগঞ্জ থেকে কুলাউড়া অভিমুখে যাত্রা করা মালবাহী ট্রেনের একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়ে পড়ে। ফলে সিলেটের সাথে দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। 

কুলাউড়া রেলওয়ে জংশনের লোকো ইনচার্জ দুলাল চন্দ্র গণমাধ্যমকে বলেন, দুর্ঘটনাকবলিত ট্রেনটি উদ্ধারে কাজ চলছে। এজন্য উদ্ধারকারী আরেকটি ট্রেন নিয়ে তারা ঘটনাস্থলে রয়েছেন।

এ্ররআগে গত ৭ নভেম্বর শ্রীমঙ্গলের সাতগাওয়ে তেলবাহী একটি ট্রেন লাইনচ্যুত হয়। ওই ঘটনায় সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ প্রায় ২৩ ঘণ্টা বন্ধ ছিল।

১১ নভেম্বর ২০২০
এনএইচ

আরো পড়ুন

শপথ নিলেন চসিকের নতুন মেয়র ডা. শাহাদাত

ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবারঃ তারেক রহমান

রোহিঙ্গাদের জন্য আর্থিক সহায়তা বাড়াতে ব্রিটিশ আইনপ্রণেতাদের আহ্বান