11.5 C
London
October 11, 2025
TV3 BANGLA
বাংলাদেশসিলেট

সিলেটে ফিলিস্তিন সংহতি আন্দোলনে লুটপাটঃ প্রশ্নবিদ্ধ সিলেটবাসীর মর্যাদা

ইসরায়েলের ফিলিস্তিনি জনগণের উপর চলমান হামলার প্রতিবাদে বিশ্বব্যাপী বিক্ষোভের অংশ হিসেবে আজ সোমবার সিলেট শহরেও রাস্তায় নামে সাধারণ মানুষ। শান্তিপূর্ণ প্রতিবাদ ও মানবতার পক্ষে অবস্থান নেওয়ার লক্ষ্যে হাজারো মানুষ জড়ো হয় শহরের বিভিন্ন পয়েন্টে। ছাত্র, যুবক, বয়স্ক, নানা শ্রেণি-পেশার মানুষ এই আন্দোলনে অংশ নেন।

তবে এই মানবিক উদ্দেশ্যের আন্দোলনের আড়ালে হঠাৎই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বিকেল গড়াতে না গড়াতেই বিক্ষোভের ভিড়কে কেন্দ্র করে শহরের জিন্দাবাজার এলাকায় শুরু হয় বিশৃঙ্খলা। লক্ষ্যবস্তু করা হয় বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে। বাটার জুতার দোকান, ফাস্টফুড চেইন KFC, কাপড়ের দোকানসহ বেশ কিছু দোকানে হামলা চালানো হয়। হামলার পাশাপাশি চলে লাগাতার লুটপাট।

প্রত্যক্ষদর্শীরা জানান, আন্দোলনের আবরণে সংঘবদ্ধ একটি চক্র দোকানে ঢুকে মালামাল লুট করতে থাকে। অনেক দোকানে কাচ ভেঙে ঢুকে নেয়া হয় পণ্য ও নগদ অর্থ। আতঙ্কে আশেপাশের দোকানপাট বন্ধ করে দেন ব্যবসায়ীরা।

এই পরিস্থিতি সামাল দিতে সেনাবাহিনী মাঠে নামে। তারা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সেনা টহল শুরু হলে লুটপাটকারীরা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যায়। তবে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও ছবিগুলোতে দেখা যায়, বেশ কিছু যুবক মুখ খোলা অবস্থায় লুটপাটে অংশ নিচ্ছে।

ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভে ফেটে পড়ে সিলেটবাসী। অনেকেই বলেন, “এই শহর কখনোই লুটপাটের চিত্র বহন করে না, আজ আমরা লজ্জিত।” কেউ কেউ প্রশ্ন তোলেন, “লুটপাটকারীরা কি ফিরিয়ে দিতে পারবে আমাদের সম্মান?”

অন্যদিকে, কিছু প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীদের অভিযোগ—ছাত্রলীগের কিছু সদস্য লুটপাটের সাথে প্রত্যক্ষভাবে জড়িত ছিল। যদিও এখনো এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক তদন্ত প্রতিবেদন বা গ্রেফতারের খবর পাওয়া যায়নি।

সুশীল সমাজের নেতারা বলেন, আন্দোলনের লক্ষ্য ছিল মানবতা ও প্রতিবাদের ভাষা পৌঁছে দেওয়া। কিন্তু কিছু দুষ্কৃতিকারীর জন্য সেই পবিত্র লক্ষ্য আজ কলঙ্কিত। তারা দ্রুত তদন্ত করে দোষীদের চিহ্নিত করে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।

সিলেট মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, তদন্ত শুরু হয়েছে এবং সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে।

সূত্রঃ স্যোশাল মিডিয়া

ম.কে

৭ এপ্রিল ২০২৫

আরো পড়ুন

অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সমর্থন বাইডেনের

হিথ্রো বিমানবন্দরে পৌঁছেছেন খালেদা জিয়া, আজ দেশে ফেরত আসছেন ইউকে হতে

ভারতীয় হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব

নিউজ ডেস্ক