TV3 BANGLA
বাংলাদেশ

সিলেটে হিটস্ট্রোকে রিকশাচালকের মৃত্যু

সিলেটের দক্ষিণ সুরমা এলাকায় তীব্র দাবদাহে হিটস্ট্রোক করে এক রিকশাচালকের মৃত্যু হয়েছে। রোববার ২১ এপ্রিল বেলা ১১টার দিকে দক্ষিণ সুরমা পুলিশ বক্সের সামনে এ ঘটনা ঘটেছে।

মৃত রিকশাচালক হানিফ মিয়া (৩৪) হবিগঞ্জের লাখাই উপজেলার শিবপুর গ্রামের বাসিন্দা এবং সিলেট শহরে অস্থায়ীভাবে বসবাস করে রিকশা চালাতেন।

বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ সুরমা থানার ওসি ইয়ারদৌস হাসান। তিনি বলেন, রোববার বেলা ১১টার দিকে দক্ষিণ সুরমা পুলিশ বক্সের সামনে এসে অজ্ঞান হয়ে পড়েন একজন রিকশাচালক। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এম.কে
২২ এপ্রিল ২০২৪

আরো পড়ুন

দেশেই গোয়েন্দাদের জালে আরাফাত, যেকোন সময় ধরা পড়বেন!

কোটা আন্দোলন রুপ নিয়েছে অধিকার আদায়ের আন্দোলনে, কি ঘটতে চলেছে বাংলাদেশে?

নিউজ ডেস্ক

শাওনের সাম্প্রতিক যত ‘বিতর্কিত’ কর্মকাণ্ড