সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ দুর্ঘটনায় রুমান নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় এনামুল নামের আরও একজন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, বিমানবন্দরের বোর্ডিং ব্রিজে (বিমানে ওঠার সিঁড়ি) কাজ চলাকালে হঠাৎ এর চাকা বিস্ফোরিত হয়। প্রচণ্ড শব্দে চারপাশ কেঁপে ওঠে এবং ঘটনাস্থলেই রুমান গুরুতর আহত হন। দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আহত এনামুলকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
দুর্ঘটনার পর বিমানবন্দর কর্তৃপক্ষ ঘটনাস্থল ঘিরে ফেলে এবং তদন্ত শুরু করে। ঘটনার সঠিক কারণ উদঘাটনে কমিটি গঠন করা হয়েছে।
সূত্রঃ স্যোশাল মিডিয়া
এম.কে
৩১ জুলাই ২০২৫