19.3 C
London
July 18, 2025
TV3 BANGLA
বাংলাদেশ

সিলেট ও ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ৪.১ মাত্রার ভূমিকম্পের অনুভূত

আজ রাত ১২ টা ৪৪ মিনিটে বাংলাদেশে ভূমিকম্প অনুভূত হয়েছে। যার উৎপত্তিস্থল প্রাথমিক ভাবে চিহ্নিত হয়েছে মাদারীপুর জেলা থেকে ২৩ কিলোমিটার উত্তর-পূর্বে। আবহাওয়াবিদের তথ্যমতে জানা যায় ভূমিকম্পটির মান ছিলো ৪ দশমিক ১ মাত্রা।

আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ তার স্যোশাল মিডিয়া স্ট্যাটাসে আরো জানান, বাংলাদেশ ও ভারতের সীমান্তের পাশে আরো একটি ভূমিকম্প আঘাত হেনেছে রাত ১ টা বেজে ৪০ মিনিটে। যা ছিল ৩ দশমিক ৬ মাত্রার। এই ভূমিকম্প আঘাত করেছে বাংলাদেশ ও ভারতের মেঘালয় রাজ্যের সীমান্তবর্তী এলাকায়। আশংকা করা যাচ্ছে আগামী ২৪ ঘন্টায় আরও কিছু ভূমিকম্প অনুভূত হবার সম্ভাবনা রয়েছে।

সূত্রঃ স্যোশাল মিডিয়া

এম.কে
১৮ অক্টোবর ২০২৪

আরো পড়ুন

আইনজীবী আলিফ হত্যাকাণ্ডের, দায় স্বীকার ,করে ,প্রধান আসামির জবানবন্দি

এমসি কলেজে ধর্ষণের ঘটনা এবারই প্রথম নয়!

অনলাইন ডেস্ক

আদানিকে আরও ২ হাজার কোটি টাকা দিল বাংলাদেশ