14.3 C
London
May 12, 2025
TV3 BANGLA
বাংলাদেশ

সিলেট ও মৌলভীবাজার সীমান্তে বিএসএফের পুশ-ইন, চরম উত্তেজনা—বিজিবির নজিরবিহীন প্রস্তুতি

সিলেট ও মৌলভীবাজার সীমান্তে ফের চরম উত্তেজনা বিরাজ করছে। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কর্তৃক অবৈধভাবে বাংলাদেশে ‘পুশ-ইন’ বা জোরপূর্বক মানুষ ঢুকিয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সীমান্ত এলাকায় বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ) সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সীমান্তবর্তী কিছু এলাকায় জারি করা হয়েছে ১৪৪ ধারা।

বিশ্বস্ত সূত্রে জানা গেছে, গত কয়েক দিনে ভারতের মেঘালয় ও ত্রিপুরা সীমান্তঘেঁষা সিলেট ও মৌলভীবাজার জেলার একাধিক পয়েন্ট দিয়ে বিএসএফ জোর করে কয়েকজন লোক বাংলাদেশ ভূখণ্ডে ঢুকিয়ে দেয়। বিজিবি তাৎক্ষণিকভাবে প্রতিক্রিয়া দেখায় এবং ঘটনাস্থলে অতিরিক্ত সদস্য মোতায়েন করে।

সম্প্রতি এক চাঞ্চল্যকর ঘটনায়, মৌলভীবাজার ও সিলেট সীমান্তে বিএসএফ সদস্যরা বাংলাদেশ ভূখণ্ডে প্রবেশ করে কয়েকজন বাংলাদেশিকে ধরে নিয়ে যায় বলে অভিযোগ ওঠে। এছাড়া সীমান্তের কিছু এলাকায় তারা ‘লাল পতাকা’ টাঙিয়ে জায়গা দখলেরও চেষ্টা করে। তবে বিজিবি এবং স্থানীয় জনতার প্রতিরোধে সেই চেষ্টা ব্যর্থ হয়।

এ ধরনের উসকানিমূলক কর্মকাণ্ড ঠেকাতে সিলেট ও মৌলভীবাজার সীমান্তজুড়ে বিজিবির টহল জোরদার করা হয়েছে। বিজিবি ব্যবহার করছে অত্যাধুনিক নজরদারি প্রযুক্তি, ড্রোন এবং মোবাইল কমান্ড ইউনিট।

সীমান্ত এলাকার বাসিন্দারা জানিয়েছেন, রাতের বেলা অচেনা লোকজন দেখা যাচ্ছে এবং বিজিবির উপস্থিতি কয়েকগুণ বেড়ে গেছে। অনেক গ্রামে আতঙ্কে লোকজন সন্ধ্যার পর ঘরের বাইরে বের হচ্ছেন না।

বিশ্লেষকরা বলছেন, বিএসএফের এই আচরণ কেবল আন্তর্জাতিক আইন লঙ্ঘনই নয়, বরং দুই দেশের পারস্পরিক সম্পর্কের জন্যও হুমকি স্বরূপ। বিষয়টি নিয়ে বাংলাদেশ সরকারকে ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে কঠোরভাবে কথা বলা দরকার।

সীমান্তের এমন অস্থির পরিস্থিতি নিয়ে বিজিবি সদর দপ্তর থেকে এখনো আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হয়নি, তবে সংশ্লিষ্ট প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে।

সূত্রঃ সময় নিউজ

এম.কে
১১ মে ২০২৫

আরো পড়ুন

চেয়ারম্যান-মেয়র হতে লাগবে স্নাতক ডিগ্রি, হবে না সরাসরি ভোট

রায়হানকে নির্যাতনের কথা স্বীকার করলেন আকবর

অনলাইন ডেস্ক

যুক্তরাজ্যে শীতকালীন সহায়তা পেতে ব্যর্থ হতে যাচ্ছেন ৯ লাখের বেশি পেনশনার