26.9 C
London
August 10, 2025
TV3 BANGLA
বাংলাদেশসিলেট

সিলেট গোয়াইনঘাটে চোরাকারবারী ধরতে গিয়ে স্রোতে তলিয়ে গেলেন বিজিবি সদস্য

সিলেটের গোয়াইনঘাটে ভারতীয় চোরাকারবারীদের ধরতে গিয়ে নৌকা ডুবে নিখোঁজ হওয়া বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (১০ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে সদর ইউনিয়নের আহারকান্দি আমবাড়ি এলাকার ইছামতি নদী থেকে সিপাহী মাসুম বিল্লাহর মরদেহ উদ্ধার করে স্থানীয় ডুবুরীরা।

নিহত মাসুম বিল্লাহ সোনারহাট বিওপি ক্যাম্পে সিপাহী পদে কর্মরত ছিলেন। জানা যায়, শনিবার বিকেলে গোয়াইনঘাট উপজেলার সদর ও পশ্চিম জাফলং দিয়ে প্রবাহিত পন্নগ্রাম ও আমবাড়ীর মধ্যবর্তী স্থানে ভারতীয় পণ্যবাহী একটি নৌকা আটকাতে যান দুই বিজিবি সদস্য। এ সময় নৌকার সঙ্গে ধাক্কা লেগে উভয় নৌকাই নদীতে ডুবে যায়।

দুর্ঘটনার পর অপর বিজিবি সদস্য ও নৌকার মাঝি সাঁতরে তীরে উঠতে পারলেও মাসুম বিল্লাহ নিখোঁজ হয়ে যান। পরে সিলেট ফায়ার সার্ভিস ও স্থানীয় ডুবুরীরা টানা ২৪ ঘণ্টা তল্লাশি চালিয়ে তার মরদেহ উদ্ধার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক জানান, নিখোঁজের ২৪ ঘণ্টা পর সিপাহী মাসুম বিল্লাহর মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে।

সূত্রঃ স্যোশাল মিডিয়া

এম.কে
১১ আগস্ট ২০২৫

আরো পড়ুন

কথা রাখছেন প্রবাসীরা, সেপ্টেম্বরেও পাঠালেন ২৪০.৫ কোটি ডলার

ডাচ বাংলা ব্যাংকের ১১ কোটি টাকা ছিনতাই

বাংলাদেশ হতে ইতালির ভিসা পেতে দেরি হওয়ার কারণ জানাল দূতাবাস