TV3 BANGLA
সিলেট

সিলেট চা বাগানে অজ্ঞাত নারীর পোড়া লাশ

হবিগঞ্জের বাহুবলে অজ্ঞাত এক নারীর আগুনে পোড়া লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে ঐ উপজেলার কামাইছড়া চা বাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ বলছে, কেউ হয়তো পুড়িয়ে হত্যার পর মরদেহটি এখানে ফেলে গেছে। নিহতের পরিচয় সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।

বিষয়টি নিশ্চিত করে বাহুবল মডেল থানার ওসি মশিউর রহমান জানান, তাকে অন্য কোথাও হত্যার পর এখানে গুম করার উদ্দেশ্যে হয়তো পুড়িয়েছে। নিহতের পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার সকালে কামাইছড়া চা বাগানে এক নারীর আগুনে পোড়া বিভৎস মরদেহ দেখতে পায় স্থানীয়রা। তারা বিষয়টি থানায় অবহিত করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

এম.কে
২৬ ডিসেম্বর ২০২৩

আরো পড়ুন

সিলেটে বিক্ষুব্ধ অভিভাবক-শিক্ষকদের সমাবেশ

লন্ডন থেকে সিলেটে আসা ১৬৫ যাত্রী হোম কোয়ারেন্টিনে

অনলাইন ডেস্ক

ওসমানী বিমানবন্দরে বন্ধ হতে পারে বিমান ওঠা-নামা