13.7 C
London
April 15, 2025
TV3 BANGLA
বাংলাদেশসিলেট

সিলেট জেলা বিএনপির সেক্রেটারি ব্যবহার করছেন গণিমতের গাড়ি

সিলেটে সাবেক পররাষ্ট্রমন্ত্রীর দপ্তরের গাড়ি যেন গনিমতের মাল। সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরীর দাবী তিনি ব্যবহারের জন্য গাড়িটি উপহার হিসেবে পেয়েছেন!

‘গনিমতের মাল এই গাড়িটি সাবেক পররাষ্টমন্ত্রী ড. একে আব্দুল মোমেনের এপিএস শফিউল আলম ওরফে জুয়েলের নামে রয়েছে এখনো। জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের পর গাড়িটি কয়েকদফা বিক্রির চেষ্টা চলে। কয়েকটি হাতবদলের পর সর্বশেষ এক বিএনপি নেতা কয়েকদিন ব্যবহারের পর না কেনায় ‘গনিমতের মাল’ উল্লেখ করে ফেসবুকে একটি পোস্টের সূত্র ধরে বিষয়টি ছড়িয়ে পড়েছে।

প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রীর সহধর্মিনী সেলিনা মোমেন, তার বান্ধবী সিলেটের রহস্যময়ী হেলেন আহমেদ এবং জুয়েল গাড়িটি ব্যবহার করতেন। এটি এখন ভাগে পেয়েছেন সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী। তিনি অবশ্য তার নির্বাচনি প্রচার-প্রচারণায় ব্যবহারের জন্য উপহার পেয়েছেন বলে দাবি করেন।

ইমরান চৌধুরীর ঘনিষ্ঠরা জানিয়েছেন, ৫ আগস্টের পর থেকে টয়োটার স্পোর্টস ইউটিলিটি ভেহিকেল (এসইউভি) গাড়িটি ব্যবহার করছেন তিনি। ফ্ল্যাগস্ট্যান্ড লাগানো এই জিপ গাড়িটি সিলেট জেলা প্রশাসনের কাছে বেশ পরিচিত। ফলে বিএনপি নেতার জিম্মায় যাওয়ার পর থেকে গাড়িটি নিয়ে জেলাজুড়ে ব্যাপক কানাঘুষা চলছে।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী সাম্প্রতিক সময়ে গাড়িটি নিয়ে আদালত পাড়ায় যাতায়াত করেন। তাছাড়া গাড়িটি নিয়ে তিনি তার নির্বাচনি এলাকা সিলেট-৬ আসনও চষে বেড়াচ্ছেন। এর আগে তিনি একটি টয়োটা করোলা প্রাইভেটকার ব্যবহার করতেন বলে নিশ্চিত করেছেন তার সহকর্মী ও ঘনিষ্ঠজনরা।

সূত্রঃ খবরের কাগজ

এম.কে
১৬ এপ্রিল ২০২৫

আরো পড়ুন

মারা গেলেন ‘জল্লাদ’ শাহজাহান

বিনামূল্যে ইফতারি খাওয়াচ্ছেন সনাতন ধর্মের সুজন প্রসাদ

নিউজ ডেস্ক

ভালোভাবে লন্ডন পৌঁছেছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া