সিলেট থেকে লন্ডনগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট মাঝ আকাশে এক যাত্রী অসুস্থ হয়ে পড়ায় তুরস্কের ইস্তাম্বুলে জরুরি অবতরণ করেছে। বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকালে এই ঘটনা ঘটে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-২০১ ফ্লাইটটি সকাল ১১টা ২৫ মিনিটে সিলেট থেকে লন্ডনের হিথ্রো বিমানবন্দরের উদ্দেশে ছেড়ে যায়। ফ্লাইট পরিচালনা করছিলেন বিমানের চিফ অব ফ্লাইট ট্রেনিং ক্যাপ্টেন সাজ্জাদুল হক। যাত্রাপথে শাহ শামসুন নেহার রহমান নামে এক যাত্রী হঠাৎ অসুস্থ হয়ে পড়েন।
অবস্থা গুরুতর হওয়ায় পাইলট-ইন-কমান্ড মেডিকেল এমারজেন্সি ঘোষণা দেন এবং লন্ডনের পরিবর্তে ইস্তাম্বুলে জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন। বিকাল ৫টা ৫০ মিনিটে ফ্লাইটটি ইস্তাম্বুলে নামে এবং অসুস্থ যাত্রীসহ তার সঙ্গে থাকা দুইজন সম্মানিত যাত্রীকে নামিয়ে দেওয়া হয়।
বিমান কর্তৃপক্ষ জানায়, ইস্তাম্বুলে যাত্রীদের অবতরণের পর ফ্লাইটটি পুনরায় লন্ডনের উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা রয়েছে। তবে অসুস্থ যাত্রীর বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে রিপোর্ট লেখা পর্যন্ত আনুষ্ঠানিক কোনো তথ্য পাওয়া যায়নি।
সূত্রঃ স্যোশাল মিডিয়া
এম.কে
০৮ আগস্ট ২০২৫