10.7 C
London
February 23, 2025
TV3 BANGLA
বাংলাদেশসিলেট

সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতৃত্ব নিয়ে নতুন বিতর্ক

সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের বিমানবন্দর থানা কমিটিকে কেন্দ্র করে সম্প্রতি বেশ কিছু বিতর্ক দেখা দিয়েছে। তৃণমূল নেতাকর্মীদের মধ্যে আলোচনা চলছে, যাতে সংগঠনের ভাবমূর্তি রক্ষা করতে সৎ ও যোগ্য নেতৃত্ব বাছাই করা হয়।

তৃণমূলের নেতাকর্মীরা মনে করেন, সংগঠনকে শক্তিশালী করতে হলে এমন নেতৃত্ব প্রয়োজন, যারা দলের আদর্শের প্রতি অনুগত এবং জনসেবার মানসিকতা রাখেন। তারা জোর দিয়ে বলেছেন, যেকোনো বিতর্কিত ব্যক্তি বা অনৈতিক কার্যক্রমে জড়িত কেউ যদি নেতৃত্বে আসে, তাহলে দলের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হতে পারে।

একজন নাম প্রকাশে অনিচ্ছুক সিলেটের বিএনপির কর্মী বলেন, “দলের সঠিক নেতৃত্ব নির্বাচন করতে ব্যর্থ হলে বিএনপিকেও আওয়ামীলীগের মতো সংকটে পড়তে হতে পারে। সংগঠনকে চাঁদাবাজি, সিন্ডিকেট বাণিজ্য কিংবা অন্য কোনো অপতৎপরতা থেকে মুক্ত রাখতে হবে।”


এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু ছবি ও তথ্য ছড়িয়ে পড়েছে, যেখানে দেখা যাচ্ছে যে স্বেচ্ছাসেবক দলের এক সম্ভাব্য প্রার্থীকে নিয়ে নানা বিতর্ক রয়েছে।

অভিযোগ উঠেছে যে, মেহেদি হাসান চৌধুরী সপু অতীতে কিছু অনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন এবং আওয়ামীলীগের সাবেক কাউন্সিলর স্বেচ্ছাসেবক লীগ নেতা আফতাব আহমদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখে চলেছেন। তাছাড়া ২০০৮ সালে তিনি ছিনতাইয়ের কারণে প্রশাসন কর্তৃক গ্রেফতারও হন। তাছাড়া ৫ আগস্ট পরবর্তী সময়ে অবৈধ চিনি চোরাচালানের একজন সিন্ডিকেট মেম্বার ছিলেন মেহেদি হাসান চৌধুরী সপু। যদিও এই বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তি কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেননি, তবে তৃণমূলের নেতা-কর্মীরা স্বচ্ছ ও ক্লিন ইমেজের নেতৃত্ব নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন জেলা স্বেচ্ছাসেবক দলের নেতাদের কাছে।

বিএনপির তৃণমূল নেতাকর্মীরা স্পষ্ট করেছেন যে, তারা চান নেতৃত্বের জন্য এমন কাউকে নির্বাচন করা হোক, যিনি সংগঠনকে সঠিক পথে পরিচালিত করতে সক্ষম হবেন এবং দলের সুনাম অক্ষুণ্ণ রাখবেন। কেন্দ্রীয় নেতৃত্বের দৃষ্টি আকর্ষণ করে তারা বলছেন, “যারা সমাজে ভালো চরিত্রের জন্য পরিচিত, তাদেরই নেতৃত্বে আসা উচিত।”

বিশ্লেষকরা মনে করছেন, এই পরিস্থিতি সামাল দিতে হলে কেন্দ্রীয় নেতৃত্বকে বিচক্ষণতার সঙ্গে সিদ্ধান্ত নিতে হবে। সৎ, যোগ্য ও সংগঠনের প্রতি নিবেদিতপ্রাণ কর্মীদের দায়িত্ব দিলে তৃণমূলের আস্থা বৃদ্ধি পাবে এবং সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে।

সংগঠনের নেতারা এখন কোন পথে হাঁটবেন, তা সময়ই বলে দেবে। তবে তৃণমূলের দাবি অনুযায়ী, যদি সততার ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হয়, তাহলে স্বেচ্ছাসেবক দল সিলেটে আরও সুসংগঠিত ও শক্তিশালী হয়ে উঠতে পারে বলে মতামত জানিয়েছেন রাজনৈতিক বিশ্লেষকেরা।

সূত্রঃ স্বাধীন দেশ

এম.কে
২৪ ফেব্রুয়ারি ২০২৫

আরো পড়ুন

ভারতে সিলেট জেলা আ. লীগের ৪ নেতা আটক

নিউজ ডেস্ক

৩৫ ডিগ্রি তাপমাত্রায় পুড়ছে সিলেট, কী পূর্বাভাস?

ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস গ্রেফতার