6.6 C
London
December 19, 2024
TV3 BANGLA
বাংলাদেশ

সেনাবাহিনীর বহরে যুক্ত, তুরস্কের বায়রাক্টার টিবি-টু ড্রোন ,দ্বারা শক্তি প্রদর্শন

যেকোনো পরিস্থিতিতে দেশের প্রতিরক্ষা নিশ্চিতে প্রথমবারের মতো বাংলাদেশ সেনাবাহিনীর বহরে যুক্ত বায়রাক্টার টিবি-টু ড্রোনের পরীক্ষা চালিয়েছে বাংলাদেশ। এই ড্রোনে লাগানো আছে উন্নত প্রযুক্তির ইলেকট্রো-অপটিক্যাল ক্যামেরা এবং বহন করা যাবে লেজার-নিয়ন্ত্রিত বোমাও। উড়ে গিয়ে নির্ভুল নিশানায় লক্ষ্যে আঘাত হানতে পারে এ ড্রোন। ফোর্সেস গোল ২০৩০ এর আওতায় সশস্ত্র বাহিনীকে আধুনিকায়নের অংশ হিসেবে তুরস্ক থেকে এ যুদ্ধাস্ত্র ক্রয় করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

আকাশে উড়তে থাকা বায়রাক্টার টিবি-টু ড্রোনটি আকারে ছোট একটি উড়োজাহাজের সমান। চারটি লেজার গাইডেড স্মার্ট রকেট সংযুক্ত করে লক্ষ্যবস্তুতে অনায়াসে আঘাত করতে পারে এ বিশেষ ড্রোন। পাশাপাশি ড্রোনটি সর্বোচ্চ সাতশো কেজি ওজন নিয়ে ঘণ্টায় ১২৯ কিলোমিটার থেকে শুরু করে ২২২ কিলোমিটার গতিতে উড়তে সক্ষম। এতে জ্বালানি ধারণা ক্ষমতা ৩০০ লিটার। এই ড্রোন ১৮ হাজার ফিট উচ্চতায় থেকে কার্যক্রম চালাতে পারে। এছাড়া বেজ স্টেশন থেকে তিনশো কিলোমিটার দূর পর্যন্ত ড্রোনটি চালানো যায়।

ড্রোন কমিশনিংয়ের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনী ছুঁয়েছে অন্যরকম মাইফলক। বায়রাক্টার টিবি-টু ড্রোনটিকে স্মার্ট বাংলাদেশ এবং সেনাবাহিনীর অভিযান কার্যক্রমকে স্মার্ট করার প্রচেষ্টা হিসেবেই দেখা হচ্ছে।

ভারত-বাংলাদেশ উত্তেজনার মধ্যেই বাংলাদেশ সেনাবাহিনী বায়রাক্টার টিবি-২ ড্রোন ব্যবহার করে সফল অস্ত্র পরীক্ষা চালিয়েছে। সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান ৬৭তম ড্রোন রেজিমেন্টের অধীনে পরিচালিত বায়রাক্টার টিবি-২-এর কার্যক্ষমতা নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন।

এম.কে
১৪ ডিসেম্বর ২০২৪

আরো পড়ুন

পদত্যাগের নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন প্রধান বিচারপতি

বিশ্বসেরা গবেষকদের তালিকায় শাবিপ্রবির ২২৫ গবেষক

আমিরাত থেকে দেশে ফিরেছেন কারাদণ্ড পাওয়া ১৪ বাংলাদেশি