TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

সেন্ট জর্জ পতাকায় ভয়ঃ বর্ণবাদী আতঙ্কে ব্রিটিশ স্বাস্থ্যখাত

ইংল্যান্ডে এনএইচএস-এর কালো ও এশীয় কর্মীরা আশঙ্কা করছেন, দেশের বিভিন্ন এলাকায় সেন্ট জর্জ পতাকার আধিক্য তাদের জন্য “নো-গো জোন” তৈরি করছে। একাধিক এনএইচএস ট্রাস্ট প্রধানের মতে, এই পতাকা এখন অনেকের কাছে আতঙ্ক ও বৈষম্যের প্রতীক হয়ে উঠেছে।
এক ট্রাস্টের প্রধান নির্বাহী, যিনি নাম প্রকাশে অনিচ্ছুক, জানিয়েছেন—“গ্রীষ্মে ইংল্যান্ডের বিভিন্ন স্থানে পতাকা উত্তোলনের সময় আমাদের অনেক কর্মী, বিশেষ করে কালো ও এশীয় পটভূমির, ইচ্ছাকৃতভাবে ভীত বোধ করেছেন। মনে হয়েছে যেন পতাকাগুলো এমন এক এলাকা তৈরি করছে যেখানে তারা অবাঞ্ছিত।” তিনি আরও যোগ করেন, “যদি আমি সৎভাবে বলি, অনেক ক্ষেত্রেই মনে হয়েছে, সেটিই উদ্দেশ্য ছিল।”

সম্প্রতি স্বাস্থ্য সচিব ওয়েস স্ট্রিটিংও সতর্ক করেছেন যে, এনএইচএস কর্মীরা ১৯৭০ ও ১৯৮০-এর দশকের মতোই “কুৎসিত” বর্ণবাদের মুখোমুখি হচ্ছেন। তিনি বলেন, “আমাদের স্বাস্থ্যসেবার মেরুদণ্ড যারা, তারাই আজ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত।”

অন্য এক এনএইচএস ট্রাস্ট প্রধান জানান, পতাকার সর্বত্র উত্থান অনেক কর্মীর জন্য নতুন ভয়ের উৎস হয়ে দাঁড়িয়েছে। তিনি বলেন, “আমাদের এক শ্বেতাঙ্গ নারী কর্মী, যার মিশ্র-জাতির সন্তান রয়েছে, গাড়ি পার্ক করতে গিয়ে পতাকা উত্তোলনকারীদের সরে যেতে বলায় ভিডিও করে তাকে কয়েক দিন ধরে অনলাইনে অপব্যবহারের শিকার হতে হয়েছে।”

রয়্যাল কলেজ অফ নার্সিংয়ের সাধারণ সম্পাদক প্রফেসর নিকোলা রেঞ্জার বলেন, “অভিবাসী-বিরোধী ভাষ্য এখন বর্ণবাদের আগুনে ঘি ঢালছে। আন্তর্জাতিক ও জাতিগত সংখ্যালঘু নার্সিং কর্মীদের ছাড়া এনএইচএস টিকে থাকতে পারবে না। তবুও তারাই সবচেয়ে বেশি ভয় ও বৈষম্যের শিকার হচ্ছেন।”

তিনি আরও বলেন, “সম্প্রদায়ের ঘরে কাজ করা কর্মীরা সবচেয়ে বেশি অসুরক্ষিত বোধ করেন, বিশেষত যখন একা বা রাতে কাজ করতে হয়।”

স্বাস্থ্য ও সামাজিক যত্ন বিভাগ (DHSC) জানিয়েছে, “আমাদের দেশে বা এনএইচএস-এ ভীতি, বর্ণবাদ বা অপব্যবহারের কোনো স্থান নেই। যে কেউ হুমকি বা আক্রমণের শিকার হলে তা অবিলম্বে পুলিশে জানাতে হবে।”

বিভাগের মুখপাত্র আরও বলেন, “আমাদের পতাকাগুলো জাতির ইতিহাস ও মূল্যবোধের প্রতীক—এগুলো সবার, কোনো গোষ্ঠীর নয়।”

এদিকে এনএইচএস প্রধানরা সতর্ক করেছেন যে শুক্রবার থেকে শুরু হতে যাওয়া রেসিডেন্ট ডাক্তারদের পাঁচ দিনের ধর্মঘট স্বাস্থ্যসেবার অগ্রগতিকে মারাত্মকভাবে ব্যাহত করতে পারে। এনএইচএস প্রোভাইডার্সের প্রধান নির্বাহী ড্যানিয়েল এলকেলস বলেন, “এখন আরেক দফা ধর্মঘট এই ভঙ্গুর উন্নতিকে ধ্বংস করতে পারে—স্বাস্থ্যসেবা পুনর্গঠনের এক প্রজন্মে একবারের সুযোগ হারিয়ে যেতে পারে।”

সূত্রঃ দ্য গার্ডিয়ান

এম.কে

আরো পড়ুন

ব্রেক্সিটে স্বস্তিতে নেই ঋষি সুনাক

গর্ভবতী নারীদেরও কোভিড ভ্যাকসিন গ্রহণের আহ্বান যুক্তরাজ্যে

ব্রিটেনে বাংলাদেশি বংশোদ্ভূত ৭ কাউন্সিলর প্রার্থীর জয়