4 C
London
January 22, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

সেপ্টেম্বরে খাদ্যপণ্যের মূল্য কমেছে যুক্তরাজ্যে

সেপ্টেম্বরে খাদ্যপণ্যের মূল্য কমেছে যুক্তরাজ্যে। ২০২১ সালের জুলাইয়ের পর এ প্রথম মাসের মতো খাদ্যপণ্যের মূল্য কমল। জীবনযাপনের ব্যয় বেড়ে যাওয়ায় উদ্বিগ্ন নাগরিকদের মধ্যে কিছুটা আশা নিয়ে এসেছে সেপ্টেম্বরের মূল্যসূচক। এ তথ্য জানানো হয়েছে ব্রিটিশ রিটেইল কনসোর্টিয়ামের (বিআরসি) প্রতিবেদনে।

বিআরসির প্রতিবেদন অনুসারে, আগের মাসের তুলনায় গড়ে দশমিক ১ শতাংশ কমেছে দাম। মাছ, সবজি ও ডেইরি পণ্যের মূল্য কমেছে, যার প্রভাব পড়েছে সার্বিক মূল্যতালিকায়। অন্যদিকে বিক্রেতা প্রতিষ্ঠানগুলোর মধ্যে ক্রমবর্ধমান প্রতিযোগিতাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

বিআরসি দাবি করেছে, গত মাসে খাদ্যমূল্য কম থাকার কারণে খুচরা বিক্রয় খাতেও মূল্যস্ফীতি কিছুটা কমিয়ে আনা সম্ভব হয়েছে। সুপারমার্কেটগুলোতে গৃহস্থালি সরঞ্জামাদি কিছুটা সস্তা ছিল আগস্টের তুলনায়। একইভাবে বিভিন্ন স্কুল ইউনিফর্মের জন্য দেয়া হয়েছিল ছাড় সুবিধা।

যুক্তরাজ্যে খাদ্যপণ্যের দাম বেড়েছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই। জ্বালানির দাম বেড়ে যাওয়ার কারণে বেড়ে যায় উৎপাদন ও পরিবহন খরচ। তাছাড়া যুদ্ধের কারণে ব্যাহত হয়েছে সরবরাহ চেইন। বিশেষ করে সার, শস্যকণা ও অন্যান্য কৃষিপণ্য সরবরাহে প্রতিবন্ধকতা আগের তুলনায় বেশি।

যুক্তরাজ্যের বার্ষিক মূল্যস্ফীতি চলতি বছরের আগস্টে কমে ৬ দশমিক ৭ শতাংশে ঠেকেছে। জুলাইয়ে মূল্যস্ফীতি ছিল ৬ দশমিক ৮ শতাংশ। মার্চে খাদ্য ও কোমলপানীয় মূল্যস্ফীতি ছিল ১৯ দশমিক ১ শতাংশ। বর্তমানে হার কিছুটা কমলেও লক্ষ্যমাত্রার ওপরেই রয়েছে মূল্য।

এম.কে
০৮ অক্টোবর ২০২৩

 

আরো পড়ুন

যুক্তরাজ্যে ১ মিলিয়নেরও বেশি লোক ‘লং কোভিডে’ ভুগছে

যুক্তরাজ্যে টাটার সবচেয়ে বড় স্টিল কারখানার উৎপাদন বন্ধ ঘোষণা

ওমরাহ পালনে মুসল্লিদের সুখবর দিল সৌদি কর্তৃপক্ষ