6.4 C
London
April 25, 2024
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

সেরা নগরীর তালিকায় ৮ম লন্ডন

বিশ্বের বিভিন্ন শহরের ব্যবহারিকতা, সাংস্কৃতিক সমৃদ্ধি এবং ইতিহাসের সঙ্গে বাসিন্দাদের স্বাচ্ছন্দ, বিলাসিতা এবং সুরক্ষার বিষয়গুলো বিবেচনা করে সমীক্ষা চালিয়ে একটি র‍্যাংকিং প্রকাশ করেছে দ্য টেইগ্রাফ। এই তালিকায় লন্ডনের স্থান হয়েছে ৮ম। তালিকায় সেরা শহরের খেতাব নিয়েছে বার্সেলোনা।

 

সেরা ১০ শহরের তালিকা:

 

১. বার্সেলোনা
২. সিডনি
৩. কেপ টাউন
৪. লিসবন
৫. ভেনিস
৬. লস এঞ্জেলেস
৭. দুবাই
৮. লন্ডন
৯. ভ্যাঙ্কুভার
১০. ফ্লোরেন্স

 

সেরা শহরের তালিকায় লন্ডনের অবস্থান প্রত্যাশার থেকে পেছনে হওয়ায় ক্ষোভ প্রকাশ করতে দেখা গিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যমগুলোকে। তারা বলছে, শহরের জীবনকে সংজ্ঞায়িত করে এমন অনেক কিছু মহামারির সময় অনুপস্থিত ছিল। লকডাউনের কারণে বিশ্বজুড়ে অনেক মহানগর অচল হয়ে ছিল, যার রেশ এখনও রয়ে গেছে। তাই এই সমীক্ষাটিকে নিয়ে অনাস্থা প্রকাশ করতে দেখা যায়।

 

৯ মে ২০২২
এনএইচ

আরো পড়ুন

যুক্তরাজ্যের ওয়েলসে কাউন্সিল ট্যাক্স নিয়ে নতুন আলোচনা

মর্গেজ রেট বৃদ্ধির সম্মুখীন ব্রিটেনের ৫ মিলিয়ন পরিবার

ফরাসি প্রেসিডেন্টকে প্রকাশ্যে থাপ্পড়, ভিডিও ভাইরাল

অনলাইন ডেস্ক