TV3 BANGLA
Uncategorizedযুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

সোশ্যাল মিডিয়ার ভুয়া তথ্য পোস্ট করায় সলিসিটর বরখাস্ত

এক সলিসিটরের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা পোস্ট এবং সলিসিটর রেগুলেশন অথরিটির (এসআরএ) নিয়ম লঙ্ঘনের অভিযোগ এনেছে সলিসিটর ডিসিপ্লিনারি ট্রাইব্যুনাল (এসডিটি)।

 

জানা যায়, ওই সলিসিটর তার ফার্মের ফেসবুক পেইজে মিথ্যা বা বিভ্রান্তিকর তথ্য পোস্ট করেছেন। পোস্টের মাধ্যমে দাবি করা হয় কিছু ব্যক্তির প্রতিনিধিত্ব করেছে ফার্মটি, আসলে যা ঘটেনি। পোস্টগুলোতে কিছু মামলায় সাফল্যের কথা তুলে ধরা হয়।

 

সলিসিটরের দাবি, ফেসবুক পেইজের পোস্টগুলো প্রচারণার উদ্দেশ্যে করা হয়েছে। তথ্যগুলো যে সঠিক নয় তা স্বীকার করা হয়েছে।

 

এসডিটির কাছে ক্ষমা চেয়েছিলেন সলিসিটর। তারা ইচ্ছাকৃতভাবে বা জেনেশুনে কোনো নিয়ম লঙ্ঘন করেননি বলে দাবি করেন তিনি।

 

এদিকে সোশ্যাল মিডিয়ায় ভুয়া তথ্য পোস্টের কারণে বেশ কয়েকটি নিয়মের লঙ্ঘন খুজে পেয়েছে ট্রাইবুনাল।

 

ট্রাইব্যুনাল উল্লেখ করেছে যে নিয়ন্ত্রকের বাধ্যবাধকতা মেনে চলতে আইনজীবীর এই ব্যর্থতা অসতর্কতার ফলাফল।

 

ট্রাইব্যুনাল আদেশ দেয় যে সলিসিটরকে ছয় মাসের জন্য বরখাস্ত করা হবে এবং ফার্ম ব্যবস্থাপনার উপর দুই বছরের নিষেধাজ্ঞা দেওয়া হবে। সলিসিটরকে ১৫ হাজার পাউন্ড এসআরএর খরচ পরিশোধ করতে হয়েছে।

 

 

২৯ নভেম্বর ২০২২
সূত্র: দ্য ল সোসাইটি

আরো পড়ুন

রুমানিয়ার সীমান্তে বাংলাদেশিসহ ১১৬ জন গ্রেফতার

যুক্তরাজ্যে ইমিগ্রেশন নিয়ে প্রতিনিয়ত ঘটছে অদ্ভুত সব ঘটনা

মা নির্দেশ দেননি, কিছু পুলিশ কর্মকর্তা অতিরিক্ত বলপ্রয়োগ করেছিলঃ জয়