5.9 C
London
December 22, 2024
TV3 BANGLA
আন্তর্জাতিকশীর্ষ খবর

সৌদি আরবে এবার পর্যটকদের জোয়ার, বিশ্বে দ্বিতীয়

চলতি বছরের প্রথম সাত মাসে পর্যটকদের আগমনের দিক থেকে সৌদি আরব বিশ্বব্যাপী দ্বিতীয় স্থানে দখল করেছে। গত মঙ্গলবার সৌদি প্রেস এজেন্সির বরাত দিয়ে সৌদি সংবাদমাধ্যম এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। সৌদি আরবের পর্যটন মন্ত্রণালয়ের মতে, ২০১৯ সালের জুলাইয়ের শেষ পর্যন্ত বা প্রথম সাত মাসের চেয়ে এটি ৫৮ শতাংশ বেশি।

এ তথ্য গত সেপ্টেম্বরে জাতিসংঘের ওয়ার্ল্ড ট্যুরিজম অর্গানাইজেশন থেকে নিয়ে প্রকাশ করে ইউএনডব্লিউটিও ওয়ার্ল্ড ট্যুরিজম ব্যারোমিটার।

রিয়াদ ২৭-২৮ সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবসের আয়োজন করে, যা বিশ্বব্যাপী পর্যটন খাতে দেশটির প্রতিশ্রুতির প্রতিফলন বলে জানানো হয়।

সৌদি পর্যটনমন্ত্রী আহমেদ আল-খতিব বলেছেন, এই অর্জন মক্কা-মদিনার দুই পবিত্র মসজিদের রক্ষক বাদশাহ সালমান বিন আবদুল আজিজ এবং প্রিন্স মোহাম্মাদ বিন সালমানের সমর্থন ছাড়া সম্ভব হতো না।

আল-খতিব আরও বলেন, সর্বশেষ এই র‍্যাঙ্কিং বিশ্বের অন্যতম পর্যটন গন্তব্য হিসেবে সৌদি আরবের মর্যাদাকে শক্তিশালী করেছে। পর্যটক আগমনের উল্লেখযোগ্য সংখ্যা বৃদ্ধি সৌদি আরবের বৈচিত্র্যময় পর্যটনকেন্দ্রের দিককে প্রতিফলিত করেছে।

এম.কে
০৮ অক্টোবর ২০২৩

আরো পড়ুন

বিপুল পরিমান কর্মীর সুযোগ রয়েছে ফিনল্যান্ডে

যুক্তরাজ্য সিরিয়ায় শরণার্থীদের ফেরার প্রক্রিয়া সহজতর করতে চায়ঃ ইমিগ্রেশন মন্ত্রী

পাকিস্তানের সাথে যুগান্তকারী বন্দিবিনিময় চুক্তি সাক্ষর করলেন প্রীতি প্যাটেল