20 C
London
July 5, 2025
TV3 BANGLA
আন্তর্জাতিক

সৌদি আরবে রমজান মাসের চাঁদ দেখা গেছে

সৌদি আরবে রমজান মাসের চাঁদ দেখা গেছে। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি ) আনুষ্ঠানিকভাবে দেশটি ঘোষণা করেছে, আজ পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। রমজান মাসের প্রথম দিন হবে শনিবার।

নাগরিকদের চাঁদ দেখার আহ্বান জানানোর পরে দেশটির চাঁদ দেখা কমিটি এই ঘোষণা দিলো। দেশজুড়ে বেশ কিছু স্থান থেকে চাঁদ দেখার তথ্য স্থানীয় আদালতে জানানো হয়েছে।

পবিত্র রমজান মাসের চাঁদ দেখতে বিশ্বের বিভিন্ন দেশের কমিটিগুলো জড়ো হয়। ইতোমধ্যে আরও কিছু দেশ রমজানের তারিখ ঘোষণা করেছে।

ইন্দোনেশিয়ার ধর্ম বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, আজ শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রমজান মাসের চাঁদ দেখা গেছে। ১ মার্চ থেকে রোজা শুরু হবে।

অস্ট্রেলিয়ান ফতোয়া কাউন্সিল ঘোষণা করেছে, জ্যোতির্বিজ্ঞানের গণনার ভিত্তিতে দেশটির মুসলমানরা ১ মার্চ থেকে পবিত্র মাস শুরু করবে।

এছাড়া ওমানের প্রধান কমিটির সালতানাত ঘোষণা করেছে, রমজানের চাঁদ দেখা গেছে। ১ মার্চ পবিত্র রমজান মাসের প্রথম দিন হবে।

সূত্রঃ আরব নিউজ

এম.কে
২৮ ফেব্রুয়ারি ২০২৫

আরো পড়ুন

সৌদি আরবে নতুন সতর্কতা জারি

দুবাইয়ে বিদেশিদের গোপন সম্পদের পাহাড়, তালিকায় ৩৯৪ বাংলাদেশি

ডিসপোজেবল ই-সিগারেট নিষিদ্ধ করছে ফ্রান্স