12.5 C
London
October 22, 2025
TV3 BANGLA
আন্তর্জাতিক

সৌদি শ্রমবাজারে বড় পরিবর্তনঃ গৃহকর্মীদের বেতন, ছুটি ও ন্যায্য আচরণে আইনি নিশ্চয়তা

সৌদি আরব গৃহকর্মী নিয়োগে এক যুগান্তকারী পরিবর্তন এনেছে। দেশটির মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় (MHRSD) নতুন নির্দেশিকা জারি করে ঘোষণা দিয়েছে, নিয়োগকর্তারা আর কোনোভাবেই গৃহকর্মীদের কাছ থেকে ফি আদায় করতে পারবেন না। এই ফি-এর মধ্যে নিয়োগ, ওয়ার্ক পারমিট, সেবান্তর বা পেশা পরিবর্তনের সঙ্গে সম্পর্কিত খরচও অন্তর্ভুক্ত।

এই নতুন নির্দেশিকাটি “Guide to the Rights and Obligations of Domestic Workers” নামে প্রকাশিত হয়েছে, যা গৃহকর্মীদের অধিকার সুরক্ষা, ন্যায্যতা এবং মানবিক জীবনযাপনের নিশ্চয়তা প্রদানকে কেন্দ্র করে গঠিত। এর মাধ্যমে সৌদি আরব গৃহকর্মীদের আইনি সুরক্ষা ব্যবস্থায় নতুন মানদণ্ড স্থাপন করল।

মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী, এই নিয়ম ভঙ্গ করলে নিয়োগকর্তাদের সর্বোচ্চ ২০,০০০ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা গুনতে হবে। পাশাপাশি তাদের তিন বছরের জন্য গৃহকর্মী নিয়োগে নিষিদ্ধ করা হবে। যদি একই ব্যক্তি পুনরায় এই অপরাধ করেন, তাহলে তার বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছে কর্তৃপক্ষ।

মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানান, নতুন এই নির্দেশিকা সৌদি শ্রমনীতি সংস্কারের ধারাবাহিক অংশ, যার লক্ষ্য হলো “সম্মানজনক কর্মপরিবেশ, ন্যায্য পারিশ্রমিক ও মানবিক আচরণ” নিশ্চিত করা।

গৃহকর্মীদের জন্য নির্ধারিত ৮টি মৌলিক অধিকার

নতুন আইন অনুযায়ী গৃহকর্মীরা এখন থেকে বেশ কিছু মৌলিক অধিকার ভোগ করবেন। এগুলোর মধ্যে রয়েছে—

একীভূত কর্মচুক্তির অধীনে পূর্ণ বেতন প্রদানের নিশ্চয়তা

সাপ্তাহিক একদিন বাধ্যতামূলক ছুটি

প্রতিদিন অন্তত আট ঘণ্টা টানা বিশ্রাম

দুই বছরে এক মাসের বেতনসহ ছুটি

পাসপোর্ট ও পরিচয়পত্র নিজের কাছে রাখার স্বাধীনতা

উপযুক্ত আবাসন এবং খাবার বা খাবারভাতা প্রদান

চিকিৎসা সুবিধা

পরিবারের সঙ্গে যোগাযোগের অধিকার

এই নিয়মগুলো কার্যকর হলে সৌদি আরবের গৃহকর্মীরা প্রথমবারের মতো একটি সমন্বিত শ্রম-সুরক্ষা কাঠামোর আওতায় আসবেন।

গাইডলাইনটিতে গৃহকর্মীদের পেশাগত শ্রেণিবিন্যাসও নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে— ড্রাইভার, হোম নার্স, রাঁধুনি, দর্জি, বাটলার ও হাউস ম্যানেজার প্রভৃতি পদ। পাশাপাশি, সময়ের প্রয়োজন অনুযায়ী আরও নতুন পেশা যোগ করার সুযোগ রাখা হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, এই সংস্কার সৌদি আরবের অভ্যন্তরীণ শ্রমবাজারে ন্যায্যতা ও মর্যাদার নতুন যুগের সূচনা করবে। এতে শুধু গৃহকর্মীদের অধিকারই নয়, বরং নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা ও আন্তর্জাতিক মানও বহুগুণে বৃদ্ধি পাবে।

সূত্রঃ পিপি

এম.কে

আরো পড়ুন

মরিশাসকে চাগোস ফেরত দিতেই যুক্তরাজ্যের কাছে ফকল্যান্ড চাইল আর্জেন্টিনা

১৫ মাস পর গাজায় যুদ্ধবিরতি! সবুজ সংকেত হামাস ও ইজরায়েলের

ভবিষ্যৎ মহামারী মোকাবেলায় বিশ্বকে প্রস্তুত থাকতে হবে