TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

স্কটল্যান্ডে স্বাস্থ্য ঝুঁকির কারণে বাড়লো এলকোহলের দাম

অতিরিক্ত মদ পান করে প্রতিবছর হাজার হাজার ব্রিটিশ প্রাণ হারায়৷ এছাড়া মারাত্মক সামাজিক, অর্থনৈতিক এবং স্বাস্থ্যগত ক্ষতির সম্মুখীন হচ্ছে আরো অসংখ্য মানুষ৷ যার দরুন যুক্তরাজ্যের স্কটল্যান্ডে এলকোহলের দাম প্রায় ৩০% বৃদ্ধি পেয়েছে।

সোমবার হতে স্কটল্যান্ডে অ্যালকোহলের দাম ইউনিট (এমইউপি) প্রতি সর্বনিম্ন ৫০ পেনি হতে ৬৫ পেনি বৃদ্ধি পেয়েছে। যার অর্থ হ’ল স্কটল্যান্ডে দেশের অন্যান্য অঞ্চল হতে অ্যালকোহলের ব্যয় উল্লেখযোগ্যভাবে বেশি হতে পারে।

স্কটল্যান্ডে একটি ৭০ সিএল স্পিরিটের বোতল এখন কমপক্ষে ১৮.২০ পাউন্ড খরচ হবে যেখানে ইংল্যান্ডে এটির দাম পড়বে ১২ পাউন্ডের মতো। দাম বৃদ্ধি পাওয়ায় ওয়াইনের বোতলের দাম হবে এখন সর্বনিম্ন ৫.৮৫ পাউন্ড।

উল্লেখ্য যে, স্কটল্যান্ডে অ্যালকোহলের জন্য মৃত্যুর হার ২০২৩ সালে ১৫ বছরের মধ্যে শীর্ষে পৌঁছেছিল। ২০০৮ সালের পর থেকে যা দেশের ইতিহাসে সর্বোচ্চ স্তরে আঘাত হেনেছে।

২০২৩ সালে স্কটল্যান্ডে অ্যালকোহলের কারণে মৃত্যুর হার প্রায় ৪.৫ গুণ বৃদ্ধি পেয়েছিল।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা তাই এলকোহলের মূল্য বৃদ্ধিকে স্বাগত জানিয়েছেন। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলেন স্কটিশ সরকারের অ্যালকোহল পণ্যের বিপণনকে সীমাবদ্ধ করার জন্য দাম বৃদ্ধি একটি দারুণ উদ্যোগ। তারা মদপানের উপর আরো একটু কড়াকড়ি আরোপ করারও সুপারিশ করেছেন।

সূত্রঃ এসটিভি

এম.কে
৩০ সেপ্টেম্বর ২০২৪

আরো পড়ুন

টাওয়ার হ্যামলেটে এক পাব’কে ‘জোরে পপ মিউজিক’ বাজানোর জন্য জরিমানা

নিউজ ডেস্ক

পার্টিগেট কেলেঙ্কারি: ছবিসহ ফূর্তির প্রমাণ মুছে ফেলার কথা স্বীকার

অনলাইন ডেস্ক

হ্যাকিংয়ের শিকার ব্রিটেনের নির্বাচনি সংস্থা