TV3 BANGLA
আন্তর্জাতিক

স্কটল্যান্ড পুলিশ নিয়ে বিস্ফোরক মন্তব্য

স্কটল্যান্ড পুলিশের চিফ কনস্টেবল স্বীকার করেছে স্কটল্যান্ডের পুলিশ বাহিনীটি প্রাতিষ্ঠানিকভাবে বর্ণবাদী এবং বৈষম্যূলক। স্যার ইয়ান লিভিংস্টোন বলেন, বাহিনীর মধ্যে খারাপ আচরণ খুবই উদ্বেগের।

তিনি বলেন এই সমস্যাগুলি বিদ্যমান থাকলে একটি বাহিনী কখনও পেশাদার বাহিনীতে পরিনত হতে পারে না।

সংবাদমাধ্যমের একটি পর্যালোচনায় দেখা যায় সম্প্রতি অফিসারদের মাঝে বর্ণবাদ, যৌনতাবাদ এবং হোমোফোবিয়ার মতো আচরণ প্রকাশ পেয়েছে।

 

 

 

 

স্যার ইয়ানের পুলিশ বাহিনী নিয়ে বক্তব্যটি এমন সময় আসল যখন যুক্তরাজ্যে পুলিশিং সংস্কৃতি নিয়ে বিতর্ক চলমান।

তবে তিনি জোর দিয়ে এই কথাও বলেন যে এই প্রতিষ্ঠানে ভালো অফিসারও কর্মরত রয়েছেন যাদের কাজের প্রতি যথেষ্ট মনযোগ রয়েছে।

বৃহস্পতিবার সকালে স্কটিশ পুলিশ কর্তৃপক্ষের একটি বৈঠকে বক্তব্য রেখে স্যার ইয়ান জানিয়েছিলেন, ” প্রধান কনস্টেবল হিসাবে আমার এই বিষয়ে বক্তব্য দেয়া কঠিন তবে বাহিনীতে প্রাতিষ্ঠানিক বর্ণবাদ, যৌনতা এবং বৈষম্য বিদ্যমান।”

উল্লেখ্য যে, আগামী ১০ আগস্ট স্যার ইয়ান অবসর নিবেন। অবসরের পূর্ব মূহুর্তে স্কটল্যান্ড পুলিশকে নিয়ে তার এই বক্তব্য বিভিন্নভাবে আলোড়ন সৃষ্টি করেছে।

 

আরো পড়ুন

ঘনিয়ে আসছে জলবায়ু বিপর্যয়

মুসলিমদের ভোটে উপনির্বাচনে জয় ছিনিয়ে আনলেন জর্জ গ্যালোওয়ে

কানাডায় না বুঝে ভিজিট ভিসায় এসে এখন অসহায় হাজারো বাংলাদেশি