17 C
London
July 23, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

স্কিল্ড ওয়ার্কার, স্টুডেন্ট বা PSW ভিসায় থাকা বাংলাদেশিদের জন্য সহজ পথে নাগরিকত্বের

বাংলাদেশ কমনওয়েলথভুক্ত দেশ হওয়ায়, বাংলাদেশের নাগরিকদের জন্য ব্রিটিশ আর্মিতে যোগ দেওয়ার বিশেষ সুযোগ রয়েছে। বর্তমানে যুক্তরাজ্যে যারা স্কিল্ড ওয়ার্কার, স্টুডেন্ট বা PSW (Post Study Work) ভিসায় রয়েছেন, তারা নির্দিষ্ট শর্তপূরণ করে এই সুবিধা নিতে পারেন এবং দ্রুত নাগরিকত্বের পথে অগ্রসর হতে পারেন।

স্টুডেন্ট ও PSW ভিসায় থাকা ব্যক্তিরা সরাসরি ব্রিটিশ আর্মিতে যোগ দিতে পারছেন না। তবে যদি তারা কমনওয়েলথ নাগরিক হিসেবে ব্রিটেনে বৈধভাবে অবস্থান করেন এবং সেনাবাহিনীর নির্ধারিত বয়স, স্বাস্থ্য ও যোগ্যতার শর্ত পূরণ করেন, তাহলে ব্রিটিশ আর্মির রিক্রুটমেন্ট প্রক্রিয়ার মাধ্যমে আবেদন করতে পারবেন। সেনাবাহিনীর প্রয়োজন ও ঘাটতি অনুযায়ী অনেক সময় এই নিয়মে ছাড় দেওয়া হয়।

স্কিল্ড ওয়ার্কার ভিসাধারীদের ক্ষেত্রে কিছুটা বেশি সুবিধা রয়েছে। এই ভিসায় থাকা ব্যক্তিরা ব্রিটেনে বৈধভাবে কাজ করার পাশাপাশি, সেনাবাহিনীর নির্ধারিত যোগ্যতা থাকলে আবেদন করতে পারেন। সেনাবাহিনী থেকে প্রাথমিক অনুমোদন পেলে ভিসা স্টেটাস পরিবর্তনের মাধ্যমে তারা ফোর্সের সদস্য হতে পারেন।

ব্রিটিশ আর্মিতে যারা পূর্ণকালীন চার বছর চাকরি করেন, তারা Indefinite Leave to Remain (ILR)–এর জন্য আবেদন করতে পারেন। সেনা সদস্যদের জন্য এই প্রক্রিয়া তুলনামূলকভাবে দ্রুত এবং সহজ। বিশেষ ক্ষেত্রে, যেমন ইনজুরি বা রোল রিডাকশনের কারণে আগেভাগে চাকরি শেষ হলে চার বছরের কম সময়েও ILR পাওয়া সম্ভব।

ILR পাওয়ার পর সাধারণ নিয়ম অনুযায়ী একজন ব্যক্তিকে আরও ১২ মাস অপেক্ষা করতে হয় নাগরিকত্বের জন্য আবেদন করতে। তবে যারা সেনাবাহিনীতে চাকরিরত অবস্থায় বা সদ্য অবসরপ্রাপ্ত, তাদের জন্য এই সময়সীমা অনেক সময় শিথিল থাকে এবং সরাসরি নাগরিকত্বের আবেদন গ্রহণ করা হয়।

নাগরিকত্ব পেলে একজন বাংলাদেশি নাগরিক ব্রিটিশ পাসপোর্ট, স্থায়ী বসবাসের অধিকার, সরকারি সুযোগ-সুবিধা এবং পরিবারের অন্য সদস্যদের স্পনসর করার অধিকার পান। ফলে যারা ব্রিটেনে স্থায়ীভাবে থেকে যেতে চান, তাদের জন্য এটি একটি কার্যকর এবং সম্মানজনক পথ হতে পারে।

আবেদন করতে হলে সেনাবাহিনীর অফিসিয়াল ওয়েবসাইট (www.army.mod.uk) থেকে রিক্রুটমেন্ট সংক্রান্ত সব তথ্য নিতে হবে। প্রাথমিকভাবে একটি আবেদন ফর্ম পূরণ করে, মেডিকেল ও ফিটনেস টেস্ট, ইন্টারভিউ এবং ব্যাকগ্রাউন্ড চেকের ধাপ অতিক্রম করতে হয়। যোগ্যতা অনুযায়ী পদ নির্ধারণ হয় এবং এরপর শুরু হয় প্রশিক্ষণ।

এই পুরো প্রক্রিয়ায় সঠিক তথ্য, প্রস্তুতি ও পরিকল্পনার প্রয়োজন। যারা স্কিল্ড ওয়ার্কার, স্টুডেন্ট বা PSW ভিসায় আছেন এবং স্থায়ী হতে চান, তাদের জন্য ব্রিটিশ আর্মিতে যোগ দেওয়া হতে পারে সবচেয়ে সহজ, দ্রুত ও সম্মানজনক নাগরিকত্বের পথ।

সূত্রঃ দ্য ব্রিটিশ আর্মি

এম.কে
২১ জুলাই ২০২৫

আরো পড়ুন

বড়দিনের ছুটিতে ব্রিটিশদের মানতে হবে ৫ নতুন নিয়ম

অনলাইন ডেস্ক

ভারতীয় কূটনীতিককে কানাডা ছাড়ার নির্দেশ

লন্ড‌নের মেয়র প‌দে হ্যাটট্রিক জ‌য়ের প‌থে সা‌দিক খান