শক্তিশালী ঝড় স্টর্ম গোরেত্তি আঘাত হানায় শুক্রবার ফ্রান্স ও ব্রিটেনে ব্যাপক বিপর্যয় দেখা দিয়েছে। উত্তর ইউরোপজুড়ে ঝড়ের প্রভাবে দুই দেশে কয়েক লাখ পরিবার বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়ে এবং স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হয়।
ফ্রান্সে বিদ্যুৎ বিতরণকারী প্রতিষ্ঠান এনেদিস জানিয়েছে, ঝড়ের কারণে প্রায় ৩ লাখ ৮০ হাজার পরিবার বিদ্যুৎহীন হয়ে পড়ে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে নরম্যান্ডি অঞ্চল ও ব্রিটানি এলাকা, যেখানে ঝড়ের তীব্রতা ছিল তুলনামূলক বেশি।
রাতভর ফ্রান্সের উত্তর-পশ্চিমাঞ্চলীয় মানশ অঞ্চলে ঘণ্টায় ১৫০ কিলোমিটারের বেশি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যায়। উপকূলীয় শহর বারফ্ল্যুরে বাতাসের সর্বোচ্চ গতি রেকর্ড করা হয়েছে ঘণ্টায় ২১৩ কিলোমিটার, যা সাম্প্রতিক সময়ের অন্যতম শক্তিশালী ঝড় হিসেবে বিবেচিত হচ্ছে।
বৈরী আবহাওয়ার কারণে ফ্রান্সের রাষ্ট্রায়ত্ত রেল সংস্থা এসএনসিএফ প্যারিস ও নরম্যান্ডি অঞ্চলের মধ্যকার ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে। যাত্রী নিরাপত্তার কথা বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে কর্তৃপক্ষ জানায়।
অন্যদিকে ব্রিটেনে ন্যাশনাল গ্রিড জানিয়েছে, স্টর্ম গোরেত্তির প্রভাবে অন্তত ৫৭ হাজার বাড়ি বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়ে। টানা এক সপ্তাহের তীব্র শীতের পর ঝড়টি নতুন করে তুষারপাত নিয়ে আসায় পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে।
ঝড়ের প্রভাবে স্কটল্যান্ড এবং মধ্য ইংল্যান্ডের বিভিন্ন এলাকায় শত শত স্কুল বন্ধ থাকার আশঙ্কা করা হচ্ছে। বিশেষ করে মধ্য ইংল্যান্ডের কিছু অংশে গোরেত্তির প্রভাব সবচেয়ে বেশি অনুভূত হয়েছে।
রেল অপারেটররা এসব অঞ্চলে যাত্রীদের অপ্রয়োজনীয় ভ্রমণ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে। ঝড় ও তুষারপাতের কারণে বেশ কয়েকটি রেল পরিষেবা স্থগিত রাখা হয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সতর্কতা বজায় রাখার কথা জানিয়েছে কর্তৃপক্ষ।
সূত্রঃ রয়টার্স
এম.কে

