TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

স্ট্রিট ফুড স্টল সরিয়ে ব্র্যাডফোর্ডে শুরু হচ্ছে নতুন আবাসিক ও বাণিজ্যিক উন্নয়ন প্রকল্প

ব্র্যাডফোর্ডে একটি নতুন আবাসিক ও বাণিজ্যিক উন্নয়ন প্রকল্পের কাজ অবশেষে শুরু হতে যাচ্ছে, অনুমোদন পাওয়ার তিন বছর পর। ২০২২ সালে ব্র্যাডফোর্ড কাউন্সিল ক্লার্জেস স্ট্রিট ও লিটল হর্টন লেনের সংযোগস্থলে অবস্থিত একটি গাড়ি পার্ক পুনঃউন্নয়নের অনুমতি দিয়েছিল। সেখানে ৫৯টি ফ্ল্যাট ও একটি বাণিজ্যিক ইউনিট নির্মাণের পরিকল্পনা রয়েছে।

 

পরিকল্পনা অনুযায়ী, উন্নয়নকারী প্রতিষ্ঠানকে তিন বছরের মধ্যে কাজ শুরু করতে হতো, অন্যথায় অনুমোদন বাতিল হয়ে যেত। AMAFHH ইনভেস্টমেন্টস জানিয়েছে, নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার আগে প্রকল্পের প্রাথমিক কাজ শুরু করা হয়েছে। প্রতিষ্ঠানটি “confirmation of compliance” শিরোনামে একটি আবেদন জমা দিয়েছে, যা অনুমোদিত হলে নির্মাণকাজ পূর্ণমাত্রায় শুরু করা যাবে বলে ধারণা করা হচ্ছে।

প্রকল্পটির ভূমিতলে থাকবে ২৯৩ বর্গমিটার আয়তনের একটি বাণিজ্যিক ইউনিট, আর উপরের তলাগুলোতে তৈরি হবে ২৪টি এক বেডরুম ও ৩৫টি দুই বেডরুমের আধুনিক ফ্ল্যাট। পরিকল্পনায় প্রায় ৪০টি গাড়ি পার্কিং স্পেস এবং ৮৫টি সাইকেল রাখার স্থানও অন্তর্ভুক্ত রয়েছে।

ডেভেলপার প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়, সময়সীমা মেনে সাইটে কার্যক্রম শুরু করা হয়েছে এবং সমস্ত প্রাথমিক আইনি প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। তাদের আবেদনে উল্লেখ করা হয়েছে, “নির্ধারিত সময়ের মধ্যে আইনসম্মতভাবে নির্মাণকাজের সূচনা করা হয়েছে।”

স্থানীয় গণতন্ত্র প্রতিবেদনী সেবার (LDRS) তথ্যমতে, AMAFHH ইনভেস্টমেন্টস এই প্রকল্পকে বৃহত্তর এক আবাসন উন্নয়ন পরিকল্পনার প্রথম ধাপ হিসেবে দেখছে। প্রতিষ্ঠানটির লক্ষ্য হলো পরবর্তীতে ফাঁকা পড়ে থাকা ব্রিগেলা মিলস এলাকাকেও আবাসিক এলাকায় রূপান্তর করা।

এদিকে, যে গাড়ি পার্কে এই উন্নয়ন প্রকল্পটি হচ্ছে, সেখানে এর মধ্যেই দুটি স্ট্রিট ফুড স্টল গড়ে উঠেছিল। তবে কোম্পানি জানিয়েছে, ভাড়াটিয়াদের গত ১৭ আগস্টের মধ্যে জায়গা খালি করতে বলা হয় এবং পরের সপ্তাহেই কাজ শুরু হয়।

প্রকল্পটি নিয়ে আশাবাদ ব্যক্ত করে আবেদনকারী পক্ষ জানিয়েছে, তাদের মূল লক্ষ্য হলো ব্র্যাডফোর্ডে আবাসিক প্রকল্পগুলোর মান বৃদ্ধি করা এবং শহরের নগর চেহারায় আধুনিক রূপ আনা।

সূত্রঃ বিবিসি

এম.কে

আরো পড়ুন

আধুনিক দাসত্বের বিরুদ্ধে যুক্তরাজ্যের কঠোর অবস্থান

নিউজ ডেস্ক

প্রপার্টি বিক্রয়ের উপর ট্যাক্স

যুক্তরাজ্যে দরিদ্র ও এশীয় পটভূমির রোগীরা এনএইচএস চিকিৎসায় বঞ্চিত, দীর্ঘ অপেক্ষার ফাঁদে লাখো মানুষ