মার্কিন স্ট্রিমিং জায়ান্ট নেটফ্লিক্স ও অ্যামাজন প্রাইমের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে যুক্তরাজ্যে আবারও বড় ধরনের ছাঁটাই করতে যাচ্ছে স্কাই। প্রতিষ্ঠানটি প্রায় ৯০০টি পদ ঝুঁকিতে ফেলেছে। এর মধ্যে ৬০০ জনের চাকুরি চলে যাবার সম্ভাবনা রয়েছে এবং প্রায় ৩০০ কর্মীকে অন্য পদে পুনর্বিন্যাস করা হবে।
গত ১৮ মাসে এটি স্কাইয়ের তৃতীয় দফা বড় ছাঁটাই। কমকাস্ট-মালিকানাধীন এই সম্প্রচার সংস্থা বিদ্যমান সেবাগুলোকে আরও কার্যকর করার দিকে মনোযোগ দিচ্ছে। এর ফলে প্রযুক্তি, পণ্য উন্নয়ন টিম এবং কর্পোরেট শাখার চাকুরিগুলোতে বড় ধরনের প্রভাব পড়বে।
গত বছরের শুরু থেকে স্কাই ইতিমধ্যেই প্রায় ৩,৫০০ জন কর্মীর চাকুরি কাটছাঁট করেছে। কোম্পানিটি ধীরে ধীরে ঐতিহ্যবাহী স্যাটেলাইট টিভি থেকে স্ট্রিমিং সেবার দিকে ঝুঁকছে। বর্তমানে নতুন সাবস্ক্রিপশনের ৯০ শতাংশেরও বেশি আসছে ইন্টারনেট-ভিত্তিক পণ্য যেমন স্কাই গ্লাস ও স্কাই স্ট্রিম থেকে।
২০১৮ সালে কমকাস্ট ৩১ বিলিয়ন পাউন্ডে স্কাই অধিগ্রহণ করেছিল। এরপর থেকে ক্রমাগত কাঠামোগত পরিবর্তনের কারণে এখন কোম্পানির যুক্তরাজ্যভিত্তিক কর্মীর সংখ্যা আবারও প্রায় ২৩ হাজারে নেমে আসছে, যা অধিগ্রহণের সময়কার অবস্থার কাছাকাছি।
চলতি বছরের মার্চে স্কাই তাদের কাস্টমার সার্ভিস সেন্টার থেকে আরও ২,০০০ চাকুরি বাদ দেয় এবং তিনটি সাইট বন্ধ করে। এর আগেও গত জানুয়ারিতে প্রায় ৮০০ জনকে চাকুরি হতে ছাটাই করা হয়। কারণ গ্রাহকরা আর ঐতিহ্যবাহী পে-টিভি সরঞ্জাম ব্যবহার না করে সরাসরি “প্লাগ-অ্যান্ড-গো” স্ট্রিমিং ডিভাইসে ঝুঁকছেন।
সম্প্রতি স্কাই ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারি’র সঙ্গে একটি কনটেন্ট চুক্তি করেছে। এর ফলে স্কাই আর একচেটিয়াভাবে এইচবিও-র অনুষ্ঠান সম্প্রচার করতে পারবে না। পরিবর্তে ওয়ার্নার ব্রাদার্সের এইচবিও ম্যাক্স স্ট্রিমিং সার্ভিস স্কাই প্ল্যাটফর্মে যুক্ত হবে।
এক বিবৃতিতে স্কাই জানিয়েছে, “আমরা ডিজিটাল-ফার্স্ট সেবা, শক্তিশালী কনটেন্ট এবং আরও উন্নত প্রযুক্তির মাধ্যমে গ্রাহকদের পরবর্তী প্রজন্মের অভিজ্ঞতা দিতে চাই। এর মাধ্যমে বৈশ্বিক উদ্ভাবনের সেরাটি যুক্তরাজ্যের গ্রাহকদের কাছে পৌঁছে যাবে।”
সূত্রঃ দ্য গার্ডিয়ান
এম.কে
১৭ সেপ্টেম্বর ২০২৫