6.9 C
London
February 23, 2025
TV3 BANGLA
আন্তর্জাতিকশীর্ষ খবর

স্বপরিবারে মার্কিন নিষেধাজ্ঞার কবলে কলম্বিয়ার সাবেক জেনারেল

ভয়াবহ মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে কলম্বিয়ার সাবেক সেনা কর্মকর্তা জেনারেল জেসাস আরমান্দো আরিয়াস ক্যাব্রালেসের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার শুক্রবার মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে এ ঘোষণা দেন।

এতে বলা হয়, এর ফলে তিনি, তার স্ত্রী মারথা পলিনা ইসরাজা ডা আরিয়াস, সন্তান ফ্রাঁসিসকো আরমান্ডো আরিয়াস ইসরাজা এবং মারথা লুসিয়া আরিয়াস ইসাজা যুক্তরাষ্ট্রে প্রবেশের বৈধতা হারিয়েছেন। অর্থাৎ তারা যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবেন না।

ম্যাথিউ মিলার বলেন, ১৯৮৫ সালে প্যালেস অব জাস্টিস অব বোগোটা দখলের সময় ভয়াবহ মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িত কলম্বোর সাবেক এই জেনারেল।

ম্যাথিউ মিলার তার বিবৃতিতে বলেন, ২০১৬ সালের শান্তিচুক্তিতে অব্যাহতভাবে সমর্থন করে যুক্তরাষ্ট্র।

এম.কে
২৫ নভেম্বর ২০২৩

 

আরো পড়ুন

মৃত্যুর সময় প্রিন্স ফিলিপের পাশেই ছিলেন রানি

নিউজ ডেস্ক

Law with N. Rahman 🇬🇧 5 December 2022

অনলাইন ডেস্ক

ইংল্যান্ডে কোভিড আইসোলেশন আইন বাতিলের সম্ভাবনা