6.4 C
London
December 23, 2024
TV3 BANGLA
বাংলাদেশ

হংকংগামী ফ্লাইটে মাঝ-আকাশে বাংলাদেশি যাত্রীর মৃত্যু

ঢাকা থেকে হংকং যাওয়ার পথে ফ্লাইটের ভেতরে ১ বাংলাদেশি যাত্রীর মৃত্যু হয়েছে। ফ্লাইট মাঝ আকাশে থাকা অবস্থায় ৪৭ বছর বয়সী ওই যাত্রী আকস্মিকভাবে ঢলে পড়েন এবং পরে তাকে মৃত ঘোষণা করা হয়।

বুধবার (১৮ সেপ্টেম্বর) এই তথ্য জানিয়েছে হংকং পুলিশ। হংকং-ভিত্তিক সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্ট এই খবর জানিয়েছে।

হংকং পুলিশ জানিয়েছে, বুধবার সকাল ৮টার কিছুক্ষণ পর তারা একটি প্রতিবেদন পায়, যেটিতে বলা হয়, মৃত ওই ব্যক্তি বাংলাদেশের ঢাকা থেকে আসা সিএক্স৬৬২ ফ্লাইটে অজ্ঞান হয়ে পড়েন। ঘটনাস্থলেই তাকে মৃত ঘোষণা করেন কর্মকর্তারা। মৃত্যুর কারণ জানতে ময়নাতদন্ত করা হবে বলে জানিয়েছে পুলিশ।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, ফ্লাইটটি ঢাকা থেকে স্থানীয় সময় রাত ২টায় ছেড়ে বুধবার সকাল ৭টা ৪৯ মিনিটে হংকংয়ে পৌঁছায়।

এর আগে চলতি মাসের শুরুর দিকে হংকং থেকে মুম্বাইগামী ক্যাথে প্যাসিফিক এয়ারওয়েজের একটি ফ্লাইটে টেক অফের কিছুক্ষণ আগে ১ জন জার্মান যাত্রী অজ্ঞান হয়ে ঢলে পড়ার পর মারা যান।

সূত্রঃ সাউথ চায়না মর্নিং পোস্ট

এম.কে
১৮ সেপ্টেম্বর ২০২৪

আরো পড়ুন

ভারতবিরোধী পোস্টে ‘লাভ’ ইমোজি, বাংলাদেশি ছাত্রীকে ফেরত পাঠাল এনআইটি

২০১৪ আর ১৮-তে কামডা আমরাই কইরা দিছিলাম, এবার ভোট চুরি করা সম্ভব নাঃ জাহাঙ্গীর

মুডি’স রেটিংয়ে বাংলাদেশের অবনমন