13.7 C
London
September 8, 2025
TV3 BANGLA
দক্ষিণ এশিয়াশীর্ষ খবর

হাজারা সংখ্যালঘুদের ‘নির্যাতন ও গণহত্যা’ করেছে তালেবান

মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলছে, তালেবান সম্প্রতি আফগানিস্তানে থাকা সংখ্যালঘু হাজারা সম্প্রদায়ের কয়েকজন সদস্যকে নির্মমভাবে নির্যাতন করেছে এবং গণহত্যা চালিয়েছে। শুক্রবার (২০ আগস্ট) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

 

বিবিসির ওই প্রতিবেদনে বলা হয়েছে, প্রত্যক্ষদর্শীরা হত্যাকাণ্ডের হৃদয়বিদারক বিবরণ দিয়েছেন; যা জুলাইয়ের প্রথম দিকে গজনি প্রদেশে ঘটেছে।

 

গত কয়েক সপ্তাহে তালেবানরা নিজেদের সংযত ইমেজ তুলে ধরার চেষ্টা করছে। কিন্তু অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলছে, ঘটনাটি ছিল তালেবান শাসনের ‘ভয়াবহ সূচক’।

 

জানা গেছে, আফগানিস্তানে হাজারা সম্প্রদায় তৃতীয় বৃহত্তম সংখ্যালঘু। তারা মূলত শিয়া মুসলিম।  সুন্নি সংখ্যাগুরু আফগানিস্তানে দীর্ঘমেয়াদে তারা বৈষম্য এবং নিপীড়নের শিকার।

 

২০ আগস্ট ২০২১
নিউজ ডেস্ক

আরো পড়ুন

বিলেতে বাড়ি কেনাবেচা: বাড়ি কেনার খরচসমূহ

নিউজ ডেস্ক

অস্ট্রেলিয়া ভিসা ব্যবস্থা পর্যালোচনা করেছে কারণ এটি কঠোর COVID নিয়মের পরে কর্মীদের ঘাটতির সাথে লড়াই করছে।

Legal advice by M Salim | 25 January

অনলাইন ডেস্ক