8 C
London
February 22, 2025
TV3 BANGLA
আন্তর্জাতিক

হার্ভার্ডের অধ্যাপক হেনরি লারসনের ইসলাম গ্রহণ

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হেনরি লারসন ইসলাম গ্রহণ করেছেন। তিনি বিখ্যাত গবেষক ও বিজ্ঞানী। তার ইসলাম গ্রহণের একটি ভিডিও ইউটিউবে শেয়ার হয়েছে। যেখানে দেখা গেছে, তিনি কালেমায়ে শাহাদাত পাঠ করছেন।

ইসলাম গ্রহণের পর লারসন তার নাম পরিবর্তন করেছেন। তার নতুন নাম আবদুল হক।

আবদুল হক জানান, ২০২৪ সালের রমজান মাসে তারাবি পড়েছেন তিনি। প্রথমবারের মতো রোজাও রেখেছেন। ওমরা পালন করবেন বলেও ইতোমধ্যে ঘোষণা দিয়েছেন।

লারসন স্টেম সেল মেডিসিনের ক্ষেত্রে একজন নেতৃস্থানীয় বিজ্ঞানী। তিনি একটি স্টেম সেল ওষুধে বিনিয়োগ করেছেন যা সম্প্রতি বংশগত অন্ধত্বের চিকিৎসার জন্য মার্কিন খাদ্য ও ওষুধ প্রশাসনে অনুমোদন পেয়েছে।

সূত্রঃ ইসলামিক ইনফরমেশন

এম.কে
২১ মার্চ ২০২৪

আরো পড়ুন

এবার মালদ্বীপগামী বিমানের সকল ফ্লাইট বাতিল করল ভারত!

জনসংখ্যা বাড়াতে দেশবাসীকে পুতিনের পরামর্শ

রাশিয়াকে সহায়তাঃ ভারতের ১৯ প্রতিষ্ঠানের উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা