13.2 C
London
November 2, 2024
TV3 BANGLA
আমেরিকাশীর্ষ খবর

হাসপাতালে ভর্তি সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন হাসপাতালে ভর্তি হয়েছেন। রক্তে সংক্রমণ দেখা দেওয়ায় তাকে ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া (ইউসি) আরভিন মেডিকেল সেন্টারের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে।

 

স্থানীয় সময় বৃহস্পতিবার (১৪ অক্টোবর) সাবেক এই মার্কিন প্রেসিডেন্টের ব্যক্তিগত চিকিৎসক সিএনএনকে এ তথ্য জানান।

 

ইউসি আরভিন মেডিকেল সেন্টারের মেডিসিন বিভাগের চেয়ার ড. আলপেশ আমিন এবং বিল ক্লিনটনের ব্যক্তিগত চিকিৎসক লিসা বারডাক বৃহস্পতিবার সন্ধ্যায় এক যৌথ বিবৃতিতে বলেন, ৭৫ বছর বয়সী সাবেক প্রেসিডেন্টকে নিবিড় পর্যবেক্ষণের জন্য আইসিইউতে ভর্তি করা হয়েছে।

 

সিএনএনের প্রতিবেদনে বলা হয়, হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষায় বিল ক্লিনটনের রক্তপ্রবাহে সংক্রমণ ধরা পড়ে। মূত্রনালী থেকে এ সংক্রমণ ছড়িয়ে পড়েছে বলে ধারণা করছেন চিকিৎসকরা।

 

চিকিৎসকের বরাত দিয়ে বার্তাসংস্থা রয়টার্স জানায়, হাসপাতালে দুই দিনের চিকিৎসায় ভালো সাড়া দিচ্ছেন বিল ক্লিনটন।

 

প্রসঙ্গত, বিল ক্লিনটন যুক্তরাষ্ট্রের ৪২তম প্রেসিডেন্ট হিসেবে ১৯৯৩ সালে দায়িত্ব নেন। দুই মেয়াদে ২০০১ সাল পর্যন্ত ক্ষমতায় ছিলেন আরকানসাস অঙ্গরাজ্যের এই বাসিন্দা।

 

১৫ অক্টোবর ২০২১
এনএইচ

আরো পড়ুন

মহামারি চলাকালে যুক্তরাজ্যে মদপানে সর্বোচ্চ মৃত্যু!

অনলাইন ডেস্ক

ভূমধ্যসাগরে নিখোঁজ ইউরোপগামী ৭০ অভিবাসন প্রত্যাশী

মোবাইলে ব্যাটারি পরিবর্তন সুবিধা বাধ্যতামূলক করছে ইউরোপ