12.1 C
London
October 9, 2025
TV3 BANGLA
আন্তর্জাতিক

হিজবুল্লাহতে যোগ দেওয়ার চেষ্টা, মার্কিন সেনা অভিযুক্ত

সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহতে যোগ দেওয়ার চেষ্টার অভিযোগে এক মার্কিন সেনাকে অভিযুক্ত করেছে দেশটির বিচার বিভাগ। তার বিরুদ্ধে ‘সন্ত্রাসী’ সংগঠনকে সমর্থন করার চেষ্টায় লেবানন ও সিরিয়ায় যাওয়ার অভিযোগ আনা হয়েছে।

স্থানীয় সময় বৃহস্পতিবার (২ জানুয়ারি) এসব তথ্য জানিয়েছে মার্কিন বিচার বিভাগ।

বিচার বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, অভিযুক্ত ওই সেনার নাম জ্যাক ড্যানাহার মেলয়। তিনি একজন দ্বৈত মার্কিন- আইরিশ নাগরিক। গত মাসে মেলয় শিকাগোতে গ্রেফতার হন। এরপর গত সোমবার ( ৩০ ডিসেম্বর) অভিযোগের মুখোমুখি করার জন্য তাকে পেনসিলভেনিয়ায় আনা হয়।

অভিযোগ অনুসারে, মেলয় গত আগস্ট মাসে লেবাননে গিয়েছিলেন এবং হিজবুল্লাহতে যোগ দেওয়ার চেষ্টা করেছিলেন। মেলয় এমন একটি সংগঠনে যোগ দেওয়ার চেষ্টা করেছেন যাকে ওয়াশিংটন একটি ‘সন্ত্রাসী’ গোষ্ঠী হিসাবে চিহ্নিত করেছে।

তবে লেবাননে তার প্রচেষ্টা প্রত্যাখ্যান করা হলে তিনি সেখান থেকে সিরিয়ায় যান। আর সিরিয়া থেকে মেলয় যুক্তরাষ্ট্রে ফিরে আসেন এবং লেবাননের ব্যক্তিদের (হিজবুল্লাহর সদস্য) সঙ্গে অনলাইনে যোগাযোগ চালিয়ে যান।

বিচার বিভাগের মতে, মেলয় সোশ্যাল মিডিয়ায় ইহুদিদের বিরুদ্ধে সহিংসতা প্রচার করেছিলেন এবং পরিবারের একজন সদস্যের সঙ্গে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে বলেছিলেন, তার ‘মাস্টার প্ল্যান ছিল হিজবুল্লাহতে যোগ দেওয়া এবং ইহুদিদের হত্যা করা।’

প্রতিবেদনে আরও বলা হয়েছে, একটি সন্ত্রাসী সংগঠনকে সরঞ্জাম সহায়তা দেওয়ার অভিযোগে দোষী সাব্যস্ত হলে মেলয়ের ২০ বছর পর্যন্ত জেল হতে পারে।

সূত্রঃ এনডিটিভি

এম.কে
০৩ জানুয়ারি ২০২৫

আরো পড়ুন

ভারতকে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য করতে সম্মত ৩ ‘মোড়ল’

ইরানে হামলা করতেও পারি, নাও করতে পারিঃ ট্রাম্প

ইতালি থেকে গাজার উদ্দেশে যাত্রা করল আরও একটি ত্রাণবাহী নৌকা