TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

হিটওয়েভে নারীদের ঝুঁকি বেশি: গবেষণা

তীব্র দাবদাহে পুরুষদের তুলনায় নারীদের ঝুঁকি বেশি বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। সম্প্রতি ইংল্যান্ডের দাবদাহ মোকাবিলা পরিকল্পনায় ৭৫ বছর বয়সোর্ধ্ব, শিশু-কিশোর-কিশোরী, শারীরিক ও মানসিকভাবে গুরুতর অসুস্থ এবং নারীদের উচ্চ ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।

 

যুক্তরাজ্যে একদিনে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়েছে চলতি দাবদাহ। মঙ্গলবার যুক্তরাজ্যে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১০৪ ডিগ্রি ফারেনহাইট বা ৪০ ডিগ্রি সেলসিয়াস।

 

যুক্তরাজ্যের স্বাস্হ্যনিরাপত্তা সংস্থার ঐ গবেষণায় একাধিক দাবদাহ ও সে সময় মৃত্যুর তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, এ ধরনের বিরূপ আবহাওয়ায় পুরুষদের চেয়ে বয়স্ক নারীরাই বেশি ঝুঁকিতে থাকেন। তবে শুধু বয়সই এর একমাত্র কারণ নয়।

২০০৩ সালে ফ্রান্সে দাবদাহের তথ্য বিশ্লেষণ করে গবেষকরা জানান, যখন সমান বয়স বিবেচনা করা হয়, তখনো নারীদের মৃত্যুহার ১৫ শতাংশ বেশি ছিল। ডাচ ও জার্মান গবেষকদের আরেকটি গবেষণায় নেদারল্যান্ডে ২৩ বছরের তাপমাত্রার তথ্য ও মৃত্যুর সংখ্যা বিশ্লেষণ করা হয়। এতেও লিঙ্গভিত্তিক ঝুঁকির পার্থক্য উঠে আসে।

 

গবেষকরা জানান, তাপ-সম্পর্কিত মৃত্যুহার পুরুষদের তুলনায় নারীদের মধ্যে বেশি ছিল, বিশেষ করে সবচেয়ে বয়স্ক গ্রুপে (৮০ বছর বয়সোর্ধ্ব)।

 

২১ জুলাই ২০২২
এনএইচ

আরো পড়ুন

ইমিগ্রেশন ওয়াচডগের প্রধান পরিদর্শককে বরখাস্ত করল যুক্তরাজ্য সরকার

নিউজ ডেস্ক

No Human is Illegal | March 23

লন্ডনের কারাগার থেকে পালানো ব্রিটিশ সেনা ‘গোপন তথ্য দিয়েছে ইরানকে’