-0.3 C
London
January 11, 2025
TV3 BANGLA
বাংলাদেশ

হেঁটে হজে যাচ্ছেন মৌলভীবাজারের সাগর

হেঁটে পবিত্র হজ পালনের উদ্দেশ্যে রওনা দিয়েছেন মৌলভীবাজারের বড়লেখা উপজেলার বাসিন্দা ফয়সল আহমদ সাগর নামের এক যুবক। শুক্রবার ২৮ জুন দুপুর ২টায় সৌদি আরবের উদ্দেশ্যে হজরত শাহজালাল (রহ.) মাজার এলাকা থেকে হেঁটে যাত্রা শুরু করেন।

ফয়সল বড়লেখা উপজেলার হাটবল গ্রামের মৃত মঞ্জিল আলীর ছেলে। বর্তমানে তিনি পরিবার নিয়ে সিলেট মহানগরীর খাসদবির বাদামবাগিচা এলাকায় বসবাস করেন।

এ বিষয়ে ফয়সল বলেন, গত কয়েক বছর আগে আমি একটি সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছিলাম। এরপর থেকে মনে মনে ইচ্ছা পোষণ করি আমি পূর্ণ সুস্থ হয়ে হেঁটে পবিত্র কাবা তাওয়াফ করব, হজ করব। তাই পরিবারের অনুমতি নিয়ে আজ হজরহ শাহজালাল (রহ.) দরগাহে নামাজ আদায় করে পবিত্র হজ পালনের উদ্দেশ্যে হেঁটে সৌদি আরব রওনা দিয়েছি।

তিনি আরও বলেন, বিয়ানীবাজার উপজেলার সুতারকান্দি স্থলবন্দর সীমান্ত দিয়ে ভারত যাব। পরে ভারত থেকে পাকিস্তান, ইরান, ইরাক, কুয়েত হয়ে সৌদি আরব ঢুকব। সৌদি যেতে প্রায় বছর খানেক সময় লাগবে।

এম.কে
২৯ জুন ২০২৪

আরো পড়ুন

ইন্টারনেট ছাড়া ব্যাংকিং সেবা চালু রাখা নিয়ে গভর্নরের সঙ্গে এমডিদের বৈঠক

আশ্রয়ের খোঁজে সিলেট আ.লীগের পলাতক নেতারা, কেউ অপেক্ষায় আত্মসমর্পণের

বিদেশ ফেরত সবাইকে কোয়ারেন্টিনে রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর

অনলাইন ডেস্ক