TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

হোটেল নির্ভরতা কমাতে সামরিক ঘাঁটিতে আশ্রয়প্রার্থী স্থানান্তর শুরু যুক্তরাজ্যে

যুক্তরাজ্য সরকার আশ্রয়প্রার্থীদের জন্য হোটেল ব্যবহারের পরিবর্তে সামরিক স্থাপনা ব্যবহারের পরিকল্পনা বাস্তবায়ন শুরু করেছে। এই উদ্যোগের অংশ হিসেবে ইনভারনেসের ক্যামেরন ব্যারাকস ও ইস্ট সাসেক্সের ক্রোবরো ট্রেনিং ক্যাম্পে প্রায় ৯০০ জন পুরুষ আশ্রয়প্রার্থীকে অস্থায়ীভাবে রাখা হবে।

হোম অফিস জানিয়েছে, আশ্রয় হোটেলের ওপর নির্ভরতা শেষ করতে আরও বিকল্প স্থান চিহ্নিতের কাজ চলছে। উল্লেখ্য, এই দুটি ব্যারাক ২০২১ সালে কাবুল থেকে সরিয়ে আনা আফগান পরিবারদের অস্থায়ী আবাসন হিসেবে ব্যবহার করা হয়েছিল, যা এ বছরের শুরুতে শেষ হয়।

সোমবার একটি সংসদীয় কমিটি আশ্রয় হোটেল ব্যবস্থাকে “ব্যর্থ, বিশৃঙ্খল ও ব্যয়বহুল” বলে সমালোচনা করেছে। হোম অফিস এক বিবৃতিতে জানায়, অবৈধ অভিবাসী ও হোটেল নির্ভর আশ্রয়ব্যবস্থায় তারা “ক্ষুব্ধ” এবং সরকার দ্রুত সব আশ্রয় হোটেল বন্ধের লক্ষ্য নিয়েছে।

বিবৃতিতে বলা হয়, “আমরা বিকল্প ও আরও উপযুক্ত স্থাপনা প্রস্তুত করছি, যাতে স্থানীয় সম্প্রদায়ের ওপর চাপ কমে এবং আশ্রয়প্রক্রিয়ার ব্যয় হ্রাস পায়।”
সরকারের পরিকল্পনায় রয়েছে সামরিক ঘাঁটি, শিল্পাঞ্চল, অস্থায়ী ভবন ও পরিত্যক্ত স্থাপনা ব্যবহারের বিষয়টি।

প্রতিরক্ষামন্ত্রী লুক পোলার্ড জানান, প্রথম দুটি ঘাঁটিতে আশ্রয়প্রার্থীদের রাখা হচ্ছে “প্রুফ অব কনসেপ্ট” হিসেবে। তিনি বলেন, “এই প্রকল্পটি আসলে পরীক্ষা করার একটি উদ্যোগ—দেখা হচ্ছে এটি কতটা কার্যকর হয়।”

তিনি আরও যোগ করেন, “এটি বিলাসবহুল আবাসন নয়, তবে প্রয়োজনীয় সব সুবিধা আছে। এতে আশ্রয় হোটেলগুলোর ওপর চাপ কমবে এবং সেগুলো দ্রুত বন্ধ করা সম্ভব হবে।”

সরকারি পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের জুন পর্যন্ত প্রায় ৩২,০০০ আশ্রয়প্রার্থী হোটেলে থাকছেন—যা ২০২৩ সালের ৫৬,০০০ এর তুলনায় কম হলেও, গত বছরের একই সময়ের তুলনায় এখনো ২,৫০০ বেশি।
একই সঙ্গে, ২০১৯–২০২৯ মেয়াদের আবাসন চুক্তির ব্যয় বেড়ে ৪.৫ বিলিয়ন থেকে ১৫.৩ বিলিয়ন পাউন্ডে পৌঁছেছে, যা সংসদের হোম অ্যাফেয়ার্স কমিটি “চাহিদার নাটকীয় বৃদ্ধি” বলে অভিহিত করেছে।

প্রধানমন্ত্রী কিয়র স্টারমার হোম অফিসের অদক্ষতার জন্য আগের সরকারকে দায়ী করে বলেন, “আমি হতাশ ও ক্ষুব্ধ। পূর্ববর্তী সরকারের ব্যর্থতার কারণে আশ্রয়প্রক্রিয়া এক বিশৃঙ্খলায় পরিণত হয়েছে।”

অন্যদিকে, লিবারেল ডেমোক্র্যাট এমপি অ্যাঙ্গাস ম্যাকডোনাল্ড ইনভারনেসের ক্যামেরন ব্যারাকসে আশ্রয়প্রার্থী রাখার সিদ্ধান্তকে “কিছুটা অদ্ভুত” বলে মন্তব্য করেন। তার মতে, এটি শহরের কেন্দ্রস্থলে অবস্থিত একটি খোলা ব্যারাক, অথচ প্রকল্পের মূল লক্ষ্য ছিল জনবসতি থেকে দূরের নিরাপদ স্থানে মানুষকে স্থানান্তর করা।

সূত্রঃ দ্য গার্ডিয়ান

এম.কে

আরো পড়ুন

ইউরোপীয় ইউনিয়নের নাগরিকদের নিবন্ধন স্কিম বেআইনি বলে মনে করে হোম অফিস

নিউজ ডেস্ক

যুক্তরাজ্যে দন্ত চিকিৎসায় অব্যবস্থাপনা, নিজের দাঁত টেনে ফেলছেন রোগীরা

নিউজ ডেস্ক

যুক্তরাজ্যে কারাগারের ভয়াবহ ভুলে মুক্ত কেবাতু আবার হেফাজতে, জনরোষে চাপে লেবার সরকার