6.8 C
London
November 22, 2024
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

হোম অফিসের চুক্তি বহির্ভূত প্রতিষ্ঠান ভাষা পরীক্ষার জন্য চার্জ করছে অতিরিক্ত ফি

যুক্তরাজ্যে বিভিন্ন ধরনের ভিসার জন্য আবেদন করে যাচ্ছে প্রতিনিয়ত কয়েক হাজার মানুষ। প্রত্যেক আবেদনকারী ভাষা পরীক্ষা পাস করে ভিসার আবেদন করতে হয়। কিন্তু অভিযোগ উঠেছে ভাষা পরীক্ষা ও অন্যান্য বিভিন্ন ফি’স হোম অফিস বেআইনীভাবে অতিরিক্ত চার্জ করে যাচ্ছে। অনেক সময় পরীক্ষার ফলাফলও অবৈধপন্থা অবলম্বন করে প্রদান করা হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা যায়, সরকার খোলাখুলিভাবে জানিয়েছে যে আর্থিক সংকট মোকাবেলার জন্য এই অতিরিক্ত ফি’স চার্জ করছে হোম অফিস।

হোম অফিসের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সীমা মালহোত্রা লর্ডস কমিটিতে বিষয়টি উত্থাপন করেছেন। তিনি বিষয়টিকে “চ্যালেঞ্জিং” পরিস্থিতি হিসাবে বর্ণনা করেছেন বলে জানা যায়।

ব্রিটিশ সংবাদমাধ্যমের প্রতিবেদন হতে জানা যায়, ইসিটিস লিমিটেড নামে একটি সংস্থা ভাষা পরীক্ষা এবং অনৈতিকভাবে যোগ্যতার মূল্যায়নের জন্য ফি চার্জ করে থাকে। ২০০৮ সাল থেকে কোনো আইনী চুক্তি ছাড়াই ইংরেজি টেস্টের জন্য ফি’স গ্রহণ করেছে,সরকারের কাছে ফি’স পৌঁছে দিচ্ছে ইসিটিস লিমিটেড।

এই বছরের শুরুতে কোম্পানিটি যখন সরকার থেকে চুক্তি পুনর্নবীকরণের চেষ্টা করে তখন ঘটনাটি সামনে আসে। হোম অফিসের চুক্তি বহির্ভূত প্রতিষ্ঠান ইসিটিস লিমিটেড ইংরেজি ভাষা পরীক্ষার জন্য ৪০০ পাউন্ড পর্যন্ত চার্জ করে থাকে।

হোম অফিসের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীরা “পুনর্বাসন” স্কিম প্রতিষ্ঠার দিকেও নজর রাখছেন। যার মাধ্যমে কয়েক মিলিয়ন পাউন্ড ভিসা আবেদনকারীদের অর্থ ফেরত দেওয়া হতে পারে বলে জানা যায়।

হাউস অফ লর্ডসের মাধ্যমিক আইন তদন্ত কমিটি, অভিযোগ তদন্ত করতে গিয়ে হতবাক হয়ে যায়। কারণ হোম অফিস স্থগিতাদেশ থাকে সত্ত্বেও পরিষেবাগুলির জন্য ভিসা আবেদনকারীদের নিকট হতে অতিরিক্ত বিল চার্জ করে যাচ্ছিল চুক্তি বহির্ভূত প্রতিষ্ঠান।

মালহোত্রা কমিটিকে জানিয়েছিলেন, এই পরিষেবাগুলির জন্য চার্জ নেওয়া নৈতিকতা বহির্ভূত এবং তা লক্ষ্য করা গুরুত্বপূর্ণ।

সরকার লর্ডস কমিটিকে জানিয়েছে তারা জানে না যে কতজন লোক ক্ষতিগ্রস্থ হয়েছে। অথবা ক্ষতিগ্রস্ত লোকদের ফেরত দেওয়ার ব্যয় কী হতে পারে। তবে ইসিটিস লিমিটেড গত তিন বছরে এই জাতীয় ফি হতে প্রায় ৫০ মিলিয়ন পাউন্ড আয় করেছে।

উল্লেখ্য যে, ইউকে ভিসার বিস্তৃত পরিসরের জন্য আবেদনকারীদের অবশ্যই ইংরেজিতে তাদের দক্ষতা প্রমাণ করতে হয়। ইসিটিস, একটি অলাভজনক সংস্থা যা বেশ কয়েকটি জাতীয় সংস্থা পরিচালনা করে। ইংরেজি ভাষার দক্ষতা পরীক্ষার জন্য ১৪০ পাউন্ডের বেশি ভ্যাট সহ চার্জ করে প্রতিষ্ঠানটি। যোগ্যতার সমতুল্য মূল্যায়নের জন্য ২১০ পাউন্ডের বেশি ভ্যাট সহ চার্জ করে থাকে তারা।

হোম অফিসের মতামত জানার জন্য ব্রিটিশ সংবাদমাধ্যম “দ্য গার্ডিয়ানের” পক্ষ হতে যোগাযোগ করা হয়। তবে হোম অফিস কোনো ধরনের মন্তব্য করতে অপারগতা প্রকাশ করে।

সূত্রঃ দ্য গার্ডিয়ান

এম.কে
২৬ অক্টোবর ২০২৪

আরো পড়ুন

যুক্তরাজ্যে চাকুরীর ক্ষেত্রেও বাড়ছে জাতিগত বৈষম্য

গ্র‍্যাজুয়েট ভিসা স্কিমের পক্ষে মত দিয়েছে মাইগ্রেশন অ্যাডভাইজরি কমিটি

লন্ডনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা