23.5 C
London
July 28, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

হোম অফিসের ভুল রেফারেলঃ আইনি পদক্ষেপের হুমকি সলিসিটর শাহিন মামুনের

ইমিগ্রেশন সলিসিটর শাহিন মামুন হোম অফিসের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছেন। হোম অফিস তাকে ভুলভাবে বিলম্ব কৌশল ব্যবহারের অভিযোগে অভিযুক্ত করে সলিসিটর্স রেগুলেশন অথরিটি (SRA) এবং বার স্ট্যান্ডার্ডস বোর্ডে (BSB) রেফার করেছিল।

ব্ল্যাক অ্যান্টেলোপ ল’-এর পরিচালক মামুন জানান, তিনি বিস্মিত হন যখন জানতে পারেন যে হোম অফিস অভিযোগ করেছে তিনি প্রি-অ্যাকশন প্রোটোকল ব্যবহার করে অভিবাসন ব্যবস্থা ব্যাহত করেছেন। অথচ সংশ্লিষ্ট চারটি মামলাই ইতিবাচকভাবে সমাধান হয়েছিল এবং এগুলো মূলত কর্মসংস্থান অধিকার ও আবেদন নিবন্ধন কার্ড সম্পর্কিত জরুরি প্রক্রিয়াগত ব্যর্থতা মোকাবিলায় করা হয়েছিল।

মামুন BSB–কে চারটি মামলার বিস্তারিত ব্যাখ্যা দেন এবং তাদের ফলাফল তুলে ধরেন। তদন্তের পর BSB ব্ল্যাক অ্যান্টেলোপ ল’-কে জানায়, হোম অফিস থেকে একটি ইমেইল পেয়েছে যেখানে স্বীকার করা হয়েছে যে রেফারেলটি কেসওয়ার্কারের ভুলের কারণে করা হয়েছিল।

এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করে মামুন বলেন, “ভিত্তিহীন অভিযোগ কেবল আমার পেশাগত নয়, ব্যক্তিগত জীবনেও প্রভাব ফেলেছে। সৎ বিশ্বাসে করা কাজের জন্য এমন প্রতিক্রিয়া গভীর উদ্বেগের।” তিনি আরও যোগ করেন, “এটি রাষ্ট্রের বিরুদ্ধে অসহায় ব্যক্তিদের প্রতিনিধিত্বকারী আইনজীবীদের ওপর ভয়ঙ্কর প্রভাব ফেলতে পারে।”

হোম অফিসের পক্ষ থেকে আনুষ্ঠানিক মন্তব্য এখনো পাওয়া যায়নি।

সূত্রঃ দ্য ল’গ্যাজেট

এম.কে
২৮ জুলাই ২০২৫

আরো পড়ুন

যুক্তরাজ্য নিষেধাজ্ঞা দিলো ইসরায়েলি বসতি আন্দোলনের ‘গডমাদার’কে

২০২১ থেকে ব্রিটিশদের জন্য ৭টি নতুন আইন

নিউজ ডেস্ক

ঘুরে দাঁড়িয়েছে যুক্তরাজ্যের খুচরা বাজার