16.1 C
London
September 16, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

হোম সেক্রেটারির পদ ছাড়লেন সুয়েলা ব্র্যাভারম্যান

সুয়েলা ব্র্যাভারম্যান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব ছেড়ে দিয়েছেন এমন তথ্য জানা গেছে। বুধবার (১৯ অক্টোবর) প্রধানমন্ত্রী লিজ ট্রাসের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি। পদত্যাগপত্র জমা দেওয়ার আগে তিনি লিজ ট্রাসের সঙ্গে সরাসরি দেখা করেন।

 

গার্ডিয়ান  বলছে, ব্র্যাভারম্যানের স্থলাভিষিক্ত হবেন প্রাক্তন পরিবহন সচিব গ্রান্ট শাপস। তিনি সর্বশেষ প্রধানমন্ত্রীর দৌড়ে ঋষি সুনাককে সমর্থন দিয়েছিলেন। হঠাত ট্রাস সরকারের এই রদবদলের গুঞ্জন এখন বিতর্কের দিকে গড়াচ্ছে বলে মনে করছেন রাজনীতি বিশেষজ্ঞরা।

 

সূত্র মোতাবেক, বুধবার বিকেলে হাউজ অব কমনসের একটি মিটিংয়ে প্রধানমন্ত্রী এই কথা জানিয়েছেন।

 

জানা যায়, সুয়েলা ব্রাভারম্যান তার ব্যক্তিগত ইমেল ব্যবহার করে এক সংসদীয় সহকর্মীর কাছে অফিসিয়াল নথি পাঠানোর ঘটনায় পদত্যাগ করেন। সেই সঙ্গে তিনি স্বীকার করেছেন এটি নিয়মের একটি ‘প্রযুক্তিগত লঙ্ঘন’ ছিল।

 

 

এদিকে গত শুক্রবার মিনি-বাজেট ইস্যুতে বরখাস্ত হয়েছেন চ্যান্সেলর কোয়াসি কোয়ার্টেংক।

 

১৯ অক্টোবর ২০২২
এনএইচ

আরো পড়ুন

গ্রিনল্যান্ডে এক হাজার বছরের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা: গবেষণা

লন্ডনে রিফর্মের প্রথম জয়: লেবার-টোরি দুই দলকেই ধাক্কা

Legal advice by M Salim | 25 January

অনলাইন ডেস্ক