6.7 C
London
December 27, 2024
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

হ্যারি-মেগানের ঘরে আসছে নতুন সদস্য

নতুন সদস্য আসতে চলেছে ব্রিটেনের প্রয়াত যুবরানি ডায়ানার ছোট ছেলে, রাজকুমার হ্যারির পরিবারে। মা হতে চলেছেন  ডাচেস অফ সাসেক্স মেগান।

 

সুখবর জানানোর জন্য ভ্যালেন্টাইনস ডে-র দিনটিকেই বেছে নিয়েছেন এই দম্পতি। রোববার (১৪ ফেব্রুয়ারি) এ তথ্য জানান তাদের ব্যক্তিগত মুখপাত্র। এক বিবৃতিতে ডিউক এবং ডাচেস অব সাসেক্স জানান, দ্বিতীয় সন্তানের আগমনী বার্তা জানাতে পেরে তারা উচ্ছ্বসিত। একইসঙ্গে, বিবৃতিতে নিজেদের একটি সাদাকালো ছবিও প্রকাশ করেন তারা।

 

এর আগে, গেল নভেম্বরে ব্রিটিশ রাজ পরিবারের প্রথা ভেঙে গর্ভে থাকা অবস্থায় দ্বিতীয় সন্তানের ভ্রূণ নষ্ট হয়ে যাওয়ার খবর জানান মেগান। হ্যারি ও মেগানের প্রথম সন্তান, ছেলে আর্চি মাউন্টব্যাটেন উইন্ডসো’র এর বয়স এক বছর নয় মাস।

 

২০১৮ সালে প্রিন্স হ্যারির সঙ্গে বিয়ে মেগানের। তারপর নানা কারণেই আলোচনায় এসেছেন হ্যারি ও মেগান। ২০২০র প্রথম দিকে ব্রিটিশ রাজপ্রাসাদ ছাড়েন দম্পতি। সারা বিশ্বকে নাড়া দিয়েছিল তাদের এই বেরিয়ে আসার সিদ্ধান্ত। রাজ পরিবারে এই পদক্ষেপ বিরলতম।  ক্যালিফোর্নিয়ায় সংসার পাতেন এই পরিবার।

 

১৫ ডিসেম্বর ২০২১
এনএইচ

আরো পড়ুন

মরক্কোয় গভীর কূপে পড়া শিশু উদ্ধারের সর্বশেষ

অনলাইন ডেস্ক

ব্রিটিশ অস্ত্রে ইয়েমেনে যুদ্ধ চালাচ্ছে সৌদি!

অনলাইন ডেস্ক

এক সপ্তাহে টিকা পেয়েছেন ১ লাখ ৩৭ হাজার ব্রিটিশ নাগরিক