TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

১০ পাউন্ডের ফি চালু করে ৯০ হাজার যাত্রী হারিয়েছে হিথরো

যুক্তরাজ্যের নাগরিক নন বা দেশটিতে ভ্রমণ ভিসা নেই এমন ব্যক্তিদের প্রবেশ বা ট্রানজিট সুবিধার ক্ষেত্রে গত নভেম্বরে ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন বা ইটিএ পদ্ধতি চালু করেছে যুক্তরাজ্য।

এজন্য কাতার, বাহরাইন, কুয়েত, ওমান, ইউএই, সৌদি আরব ও জর্ডানের নাগরিকদের অতিরিক্ত ১০ পাউন্ড সারচার্জ গুনতে হয়। সম্প্রতি হিথরো বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ইটিএ চালুর পর থেকে ওই সাত দেশের ৯০ হাজার যাত্রী হারিয়েছে তারা। নতুন রুটের সাপেক্ষে যাত্রী বাড়লেও ইটিএ পদ্ধতিকে প্রতিযোগিতামূলক এভিয়েশন খাতের জন্য ‘বিধ্বংসী’ বলে উল্লেখ করছেন বিশ্লেষকরা।

সূত্রঃ দ্য গার্ডিয়ান

এম.কে
২৪ আগস্ট ২০২৪

আরো পড়ুন

যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে জন্মহার হ্রাসের কারণে স্কুলের চাহিদা কমছে

অনিয়মিত অভিবাসী ঠেকাতে স্যোশাল মিডিয়ায় নজরদারি করবে যুক্তরাজ্য

যুক্তরাজ্যে কেএফসির চিপসে মিলল লোহার স্ক্রু