5.9 C
London
December 22, 2024
TV3 BANGLA
ইউরোপবাংলাদেশশীর্ষ খবর

১৫ হাজার বাংলাদেশিকে ভিসা দেবে রোমানিয়া, দিনক্ষণ চূড়ান্ত

ইউরোপের দেশ রোমানিয়া ১৫ হাজার বাংলাদেশিকে ভিসা দেবে বলে জানিয়েছিল। এবার তারা এই প্রক্রিয়া শুরু করতে যাচ্ছে। চলতি মাস থেকে সেপ্টেম্বর পর্যন্ত ১৫ হাজারের বেশি ভিসা প্রদান করবে দেশটির কনস্যুলার মিশন। এ জন্য চলতি মাস থেকে ঢাকায় একটি অস্থায়ী কনস্যুলার মিশন পরিচালনা করবে তারা।
বৃহস্পতিবার (২ মার্চ) সাপ্তাহিক ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরীন এসব তথ্য জানান।
এসময় তিনি বলেন, ‘আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় ইতিমধ্যে রোমানিয়াকে তাদের কনস্যুলার পরিসেবা পরিচালনার সুবিধার্থে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে। রোমানিয়ার কনস্যুলার দল তাদের পরিসেবা পরিচালনার জন্য ৫ মার্চ ঢাকা পৌঁছবে।
সাবরীন আরো বলেন, রোমানিয়ার একটি কনস্যুলার দল গত বছর তিন মাস তাদের সেবা পরিচালনা করে ৫,৪০০টি ভিসা দিয়েছিল।
তিনি বলেন, রোমানিয়ার সফল কনস্যুলার সেবা দেখার পর- বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী রোমানিয়ার পররাষ্ট্রমন্ত্রীকে এখানে একটি কনস্যুলার মিশন পরিচালনার জন্য চিঠি পাঠিয়েছেন।
সাবরীন বলেন, ‘আশা করা হচ্ছে যে, চলতি বছরের এই সময়ের মধ্যে রোমানিয়া ১৫ হাজারের বেশি বাংলাদেশি নাগরিককে ভিসা দেবে।’
এম.কে
০৩ মার্চ ২০২৩

আরো পড়ুন

দেশে ৩ কোটি ৬২ লাখ ডোজ করোনা টিকার প্রয়োগ

অনলাইন ডেস্ক

হার্ভার্ডের ১০৩টি ফ্রি কোর্স

অনলাইন ডেস্ক

ব্রিটেনের আশ্রয়প্রার্থীদের নতুন পরিকল্পনা আন্তর্জাতিক আইন ভঙ্গ করবে না: প্রীতি প্যাটেল